ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে শুক্রবার বিকাল সাড়ে ৩টায় জনসভা শুরুর পর মহানগর আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতারা একে একে বক্তব্য দিতে মঞ্চে আসেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনারও এ সভায় বক্তৃতা করার কথা রয়েছে। তবে বিকাল পৌনে ৫টা পর্যন্ত তিনি সভাস্থলে পৌঁছাননি।
বেলা আড়াইটা থেকেই মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকরা মিছিল নিয়ে সবাবেশস্থলে পৌঁছাতে শুরু করেন। তাদের হাতে এ সময় বিভিন্ন ব্যানার ফেস্টুন ও প্লাকার্ড দেখা যায়।
সভা শুরুর পরেও উদ্যানের বিভিন্ন প্রবেশপথ দিয়ে নেতাকর্মীরা সভাস্থলে আসতে থাকেন।
আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত , শেখ ফজলুল করিম সেলিম, মাহবুব-উল আলম হানিফসহ কেন্দ্রীয় নেতারা ইতোমধ্যে সমাবেশে উপস্থিত হয়েছেন।
নির্বাচন সামনে রেখে আগামী ১ সেপ্টেম্বর জেলায় জেলায় কেন্দ্রীয় নেতাদের সফরের মধ্যে দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রচার শুরুর কথা রয়েছে। তার আগে এই সমাবেশে দলীয় সভাপতি শেষ হাসিনা নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন বলে ধারণা করা হচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।