অন্ধ বিশ্বাসী নই। www.lekhok.com www.lekhok.net
ইহুদি ধর্মগ্রন্থ তোরাহ্
ইহুদিদের পবিত্র ধর্মগ্রন্থের নাম হচ্ছে তোরাহ্ (আরবিতে তাওরাত)। মূলত তোরাহ্ শব্দ দ্বারা মোজেস এর পাঁচটি মূল পুস্তক যথা আদি পুস্তক Genesis, যাত্রা পুস্তক Exodus, লেবীয় পুস্তক Leviticus, গণনা পুস্তক Numbers এবং দ্বিতীয় বিবরন Deuteronomy এগুলোর সমষ্টিকেই বুঝিয়ে থাকে। ইহুদিরা তোরাহ্ কে ‘তানাক্’ বা লিখিত ‘তোরাও’ বলে থাকে। তোরাহ্ হচ্ছে ইহুদি দের ধর্ম ও আইনের বই।
এই তোরাহ্ তে রয়েছে পাঁচটি বই, যেগুলো সূচনার প্রথম কয়েকটি শব্দের মাঝ থেকে নেওয়া।
ক: বেরিশিথ খ: সিমথ গ: ভায়াকারিয়া ঘ: ভামিদবাআ ঙ: দেভারিম
এছাড়া রয়েছে নেভিইম বা নবীদের তালিকা। তোরাহ্ অনেক বড় ধর্ম গ্রন্থ। এখানে রয়েছে অনেক সামসঙ্গিত ও প্রবচন মালা। যেমন;
ক, “নির্বোধের সাথে কথা বলো না, সে তোমার প্রজ্ঞাপূর্ণ কথা অবজ্ঞা করবে।
” খ, “প্রচুর ধনের চেয়ে সুনাম অর্জন ভালো, রূপা ও সোনার চেয়ে অনুগ্রহই শ্রেয়। ” গ, সীমানার পুরাতন চিহ্ন পারথ স্থানান্তর কর না, এতিমদের জমি দখর কর না; কেননা তাদের প্রতিফলদাতা শক্তইশালী তিনি তোমার বিরুদ্ধে তাদের পক্ষ সমর্থন করবেন। ”
ইহুদিরা তাদের সিনাগগ প্রার্থনায় তোরাহ্ র যে অংশকে পবিত্র ‘এ্যারন খদেশ’ বা আর্কে (সিন্ধুকে) রেখে পাঠ করে থাকে সেই তোরাহ্ র অংশকে ‘ফরমান’ বলা হয়। ফরমান খুব সুন্দর হাতের লেখায় মোটা কাগজ , কাপড় বা পশু চামড়ায় নকশা করে লেখা হয়। সিনাগগ প্রার্থানায় এই প্যাঁচানো ফরমান একটি অতি জরুরি উপাদান।
তোরাহ্ র লিখিত অংশ ছাড়াও তোরাহ্ মৌখিক অংশ রয়েছে যা ‘তালমুদ’ নামে পরিচিত। তালমুদ অনেকটাই মূল তোরাহ্ ব্যাখ্যা বিশ্লেষণ, যা এই ধর্মের পন্ডিত ও প্রাজ্ঞারা শুরুর দিকে করে রেখেছিল। তালমুদের আবার দুটি অংশ আছে, একটিকে বলা হয় ‘ব্যাবিলনীয় তালমুদ’ এবং অন্যটিকে বলা ‘জেরুজালেম তালমুদ’। ইহুদিরা ব্যাবিলনীয় তালমুদকে বেশি গুরুত্বের সাথে অনুসরণ করে থাকে। এই তালমুদেই ইহুদিদের জন্য অনুসরণীয় ও বাধ্যতামূলক ধর্ম আইনসমূহ লিখা রয়েছে।
তোরাহ্ তে ইহুদিরদের জন্য ধর্ম ও জীবনের সকল কিছুকেই কেন্দ্র করে অনুসারণীয় বিধানবলী লেখা রয়েছে।
কাল আসবে দশ আজ্ঞাঃ
চলবে…………
সূত্রঃ বিশ্বের ধর্ম পরিচিতি ( ডঃ মোঃ শাজাহান কবির)
অনেকেই বলেছে ইহুদি ধর্ম টা কেমন? কি আছে তাহার মাঝে? সবার এই ধারনার জন্য আমার এই লেখা। কেউ যদি এটা বিশ্বাস করেন আহলে নিজ দায়িত্ব নিয়ে বিশ্বাস করবেন। এর জন্য আমি দায়ি থাকব না।
( ইতিহাস
১.
২.
৩.
৪. ) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।