ভালো মানুষ হতে চাই
পৃথিবীতে দ্বিতীয় একটা ধর্ম পাওয়া যাবে না, যে ধর্মের অনুসারীরা নিজেদের ধর্মকে মানুষের জন্য 'পরিপূর্ণ' বলে করেছে। শুধু মাত্র ইসলাম ধর্মের অনুসারীরাই নিজেদের ধর্মকে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে দাবী করেছে। এর কারণ হল, ইসলাম ধর্মগ্রন্থ পবিত্র আল-কুরআনে আল্লাহ ঘোষনা করেছেন 'আমি কুরআন কে তোমাদের জন্য পরিপূর্ণ জীবন বিধান করে প্রেরণ করেছি'
অর্থাৎ মানুষের জন্য দরকারী যাবতীয় সকল আইন-কানুন, আচার-আচরণ, সাংস্কৃতি মোট কথা মানুষের জন্ম হতে মৃত্যু পর্যন্ত পুরো জীবন কে পরিচালনার জন্য পরিপূর্ণ দিক নির্দেশনা রয়েছে আল কুরআনে। অন্যান্য ধর্মগ্রন্থে শুধু মাত্র বিভিন্ন নীতি বাক্য, আদেশ-উপদেশ দিয়েই পূর্ণ। এসব দিক বিবেচনা করলেই তো বুঝা যায়।
কোন ধর্মটা সেরা।
এছাড়াও ইসলাম কে সেরা প্রমাণের আরো অনেক যুক্তি আছে। তার সিকি আনা যুক্তি এখানে লিখলে পড়তে পড়েতে সকাল হবে। এত কষ্ট আমি করতেও পারবনা, আর কষ্ট আপনাদের দিতেও পারবনা। ক্ষমা করবেন।
আর অহংকারের প্রসঙ্গটায় যদি আসি, এটা তো কোন মুসলমান করতে পারে না। এটা সম্পূর্ণ সৃষ্টিকর্তার। তিনিই এটা নিজের জন্য রেখেছেন বলে আল কুরআনে ঘোষণা দিয়েছেন। আর নিজের সেরা ধর্ম গ্রন্থকে সেরা প্রমাণ করা তো মোটেও অহংকার নয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।