http://www.facebook.com/Kobitar.Khata
ডিজিটাল শব্দটি সম্ভবত গত একবছরের মধ্যে দেশের সব থেকে আলোচিত শব্দ। এই শব্দটি অনেকের যেমন পছন্দের আমার অনেকেরই এই শব্দের প্রতী রয়েছে একধরনের এলার্জি। অনেকেই আছেন বর্তমান সরকারের সকল কাজের মধ্যে ডিজিটাল শব্দটি যোগ করেদিতে পছন্দ করে। যেমন কোন সন্ত্রাসীর হাতে কেউ মারা গেল তখন সেই ঘটনাকেও কেউ কেউ বলবে এটা ডিজিটাল সরকারের ডিজিটাল কাজ। কি হাস্যকর।
যেমন কালকে ব্লগে একজন লিখেছে ডিজিটাল বাংলাদেশ এর কথা বলে নাকি এই সরকার জনগনের সাথে ধোঁকাবাজি করেছে। তখন আমি তাকে নিছের প্রশ্নগুলো করেছিলাম।
১. আপনি ডিজিটাল বাংলাদেশ বলতে কি বুঝেন?
২. ডিজিটাল বাংলাদেশের নামে কি কি ধোঁকাবাজি করা হয়েছে।
তিনি কোন উত্তর দিতে পারেননি। এবং স্বীকার করেছেন তিনি জানেন না।
অথচ বলে ফেলেছেন সরকার ডিজিটাল বাংলাদেশ নামে ধোঁকাবাজি করেছেন। কি অদ্ভুত!!!
তিনি যদি জানতেন ডিজিটাল বাংলাদেশ এর মানে কি তাহলে উনি যদি আওয়ামী লীগের শত্রুও হতেন এই কথা বলতেন না। এই সরকার যদি ডিজিটাল সরকারের নামে প্রতারণা করেও থাকে সেটাত এখন বুঝা যাবেনা। ৪/৫ বছর পর বিবেচনা করা যাবে প্রতারনা করেছে নাকি কথা রেখেছে।
আমার মনে হয় অনেকেই ডিজিটাল বাংলাদেশ কাকে বলে সেটা না জেনেই কথা বলে।
আমি সবার কাছে জানতে চাই ডিজিটাল বাংলাদেশ বলতে আপনি কি বুঝেন?
আশা করব কেউ অযথা ফান না করে আর প্রশ্নের উত্তরটি দিবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।