আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নের শহরে দুঃস্বপ্নের বিভীষিকা

অপার্থিব হৃদয় বিলাশ

গতকাল অফিস থেকে বাসায় ফেরার উদ্দেশ্য নিয়ে বাংলা মটর থেকে বাসে উঠলাম। আসব মোহাম্মদপুর। রাস্তা ফাঁকা থাকলে সর্বোচ্চ সময় লাগার কথা ১৫-২০ মিনিট। কিন্তু এইটুকু পথ আসতে গতকাল সময় লাগল ২ঘন্টা ৪৩ মিনিট। সারাপথ বাসে গরমে অতিষ্ট আর শব্দজট এ নির্বাক হয়ে ভাবছিলাম এ কোথায় এসে বসবাস শুরু করলাম ? এই কি সেই ঢাকা যে ঢাকা কে আমার মত অনেকেই এক সময় স্বপ্নময় আবেগ দিয়ে হৃদয়ে পুষে রাখে। এভাবেই কি এই জনবহুল সম্ভাবনাময় নগরী নাগরিকতার পাষবিকতায় সর্কীণ, জরাজীর্ণ হয়ে বাতিল এর খাতায় নাম লিখাবে। এই যে প্রতিদিন হাজারো মানুষের হাজারো শ্রম ঘন্টা নষ্ট করে, শুষে নিয়ে এই নগরী তার জীর্নতাকে বাড়িয়ে তুলছে এর দায়ভার কার? আপনার আমার আমাদের ? নাকি আর কারও ? বাসায় এসে মনে হল আমরা সেই সহণশীল জাতি যে জাতি নির্বিবাদে সকল কিছুই হজম করে ফেলে হোক সেটা খাবার, হোক সেটা সংবাদ, হোক সেটা অন্য কিছু তাই এই দায়ভার আমাদের সকলেরই। প্রতিদিন এর এই জীবনঘন্টা নষ্ট হয়ে গেলে ও আমরা হজম করে ফেলছি বিনা দ্বিধায়, তাই সমাধান আশু সম্ভাবনাময় নয় ভেবে আমি ও এখন চেষ্টা করছি হজম প্রযুক্তি শিখে নেয়ার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.