এইটা একটা আকামের পোস্ট...জ্ঞানী ব্যক্তিরা এইটা পইডা সময় নষ্ট করবেন না
---------------------------------------------------------
হাছিনা আফারে আমার খুব পছন্দ...তিনি আমাদের সব কিছু ডিজিটাল কইরা দিবেন... যদিও আমি অশিক্ষিত মানুষ... "ডিজিটাল বাংলাদেশ" এর অর্থ জানি না.. .ইন্টারনেটের স্পিড মনে করছিলাম ১০০ কেবি পামু (এখন ১৫ কেবি পাই বাসায়) ডেডিকেটেড কিন্তু অইটা মনে হয় আমার নাতির ঘরের পুতিও পাইবো না...কারণ দেশের মানুষ ঠিকমতো কম দামে ইন্টারনেট ব্যবহার করতে পারতেছে না কিন্তু আমরা নাকি নেপাল/ভূটানে ব্যান্ডউইথ রপ্তানি করুম...
এখন হাছিনা আফা আমাদের কি সামনের দিকে নিয়া যাবেন নাকি আবার ওই ৭২-৭৫ এ নিয়া যাবেন (বাকশাল, রক্ষীবাহিনী ইত্যাদি ইত্যাদি) এই নিয়া আমি বডই চিন্তিত...
হিজবুতকে নিষিদ্ধ করলেন কিন্তু জামায়াত-শিবিরকে কিছু করলেন না কেন ?? এইটা আমার মূর্খের মাথায় ঢুকে না... মনে হয় ইলেকশনের কথা মাথায় রাইখা তাদের নিষিদ্ধ করতেছেন না.. আফটার অল রাজনীতিতে শেষ বইলা কিছু নাই....
যাই হোক... হাছিনা আফা জিন্দাবাদ. .. সোনার বাংলাদেশ গডবেন কইছেন কিন্তু কিভাবে গডবেন, অইটা মাথায় আসতেছে না... কেও বুঝান ভাই...আমি বুঝতে চাই...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।