আমাদের কথা খুঁজে নিন

   

ভাতের প্লেটিট সাঁজিয়ে নিয়ে বসে আছি চুপচাপ..

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
পরম সুখের দিনগুলোতো ফিরবে নাগো আর, চরম দুঃখে ভেসে গিয়ে জীবন হবে পার। স্বপ্ন দেখা তেমনি করে আর হবে না কভু, আকাশ মাঝে নীলের রেখা হাসবে আবার তবু। আমারই শুধু একলা দুপুর কাটবে কেঁদে কেঁদে, সোহাগ জড়ানো হাত দিয়ে কেউ খাওয়াবে না আর সেধে। ভাতের প্লেটে কান্নার জল ঝরছে টুপটাপ, একলা আমি ভাতটি বেড়ে কাঁদছি চুপচাপ। ঝাপসা আমার দু্ইটি চোখে স্মৃতির কোমল জল, উথাল পাথাল বুকটা চিরে ব্যথার ছল ছল। স্মৃতির পাখি পাখা ঝাপটায় বেদনার জলে পুড়ে, হৃদয় আত্মা ঢুকরে কাঁদে ব্যথার সুরে সুরে। কোকিলের ঘরে কাকের আজ জন্মদিন পালন হয়, আমারি সকল দুঃখ ব্যথা আমারি বুকেতে রয়। দুঃখের জ্বালায় ডাকি শুধু ওগো মৃত্যু মা, একবার শুধু কোলে নিয়ে মুক্তি দাও না।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।