আমাদের কথা খুঁজে নিন

   

আড়ালে উড়াল



মেঘ বলেছে নেবে তোমায়- চোখের আড়াল। হইও না হইও না সখি মনের ও আড়াল। আমি শূন্যে দেই উড়াল, খুজি আকাশে পাতাল। নিশাচর চোখ দরিয়ায়- ঢেউ অগণন স্বপন। উড়ে যায় নীলদেবী, দহি সূর্য্যের ও দহন।

দহনের ও দাবানল, মনের কোনে কোনে। কাছে এসো জলের পরী, মাতি তোমার ও গোপনে। আঁধারে আঁধার ঘষি- আলোর দেখা নাই। দুচোখে স্বপন ঠাসি, স্বপনদেবী নাই। স্বপনদেবী থাকে দূরে, ওড়ে দূরে দূরে।

নেমে এসো স্বপনদেবী, ভেজাও আদরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।