আমাদের কথা খুঁজে নিন

   

****মেঘের আড়ালে****

তুমি দৃষ্টি থেকে দূরে, মন থেকে নয় । তুমি আমার থেকে দূরে, ভাবনা থেকে নয় ...... তুমি আজকের আকাশ দেখেছো? জোছনা রাত। চাঁদের আলোয় অপার্থিব এক সৌন্দর্যে ভেসে যাচ্ছে পৃথিবী। নাকি এখন আর সেই সময় তোমার নাই। তবে আমি এখনো আগের মতই আকাশ দেখি।

বিকেলের নীলিমায়, সন্ধ্যার গোধূলীতে বাতাসের শব্দ কান পেতে শুনি। বৃষ্টি হলে হাত বাড়িয়ে ছুঁই। শূন্য চোখে আকাশ পানে তাকিয়ে পূর্ণিমা রাতে হৃদয় ভাঙচুর। কষ্টে কাঁদে মন। বাতাসের শব্দে সুর তুলে আর্তনাদ করে! আমার অসহ্য লাগে।

তুমি আজ অনেক দূরে চলে গেছ কিন্তু আমার মনের থেকে দূরে নয়। আমার ভাবনা, হাসি, কান্না ইচ্ছেগুলো প্রতিটি মুর্হূতে পিছু ডেকে চলে। দীর্ঘশ্বাস আর শুন্যতা বিষাদ বুকের অন্তরঙ্গে। কেমন যেনো চুপ হয়ে গেল। সব কিছু কেমন করে যেন পাল্টে গেল সময়ের সাথে।

হাজার স্মৃতিতে ঘিরে আছে হাজারও কথা। কিছু অজানা মুহুর্তের কিছু অনুভুতি যা কেবল কষ্ট দেয় ক্ষণে ক্ষণে। আমি অবাক হয়ে ভাবি কেন তুমি পড়তে পারনি আমার চোখের ভাষা, ঠোটের ভাষা। তুমি হয়তো কখনও জানতেও পারনি.... চোখের ভেতর বেশ স্পষ্ট ছিল মনে ভিতর লুকিয়ে থাকা কথা। স্মৃতি জড়ানো দিন গুলো যন্ত্রণার প্রচন্ড অভিশাপ আমার সমস্ত অস্তিত্বজোড়ে।

স্মৃতিরও ভিড়ে হারিয়ে যায় মন আধারে। আমার নানা রঙের স্বপ্নের রাজপ্রসাদ ভেঙে চুরে হারিয়ে গেছে মেঘের আড়ালে। (ছবি: নিজের তোলা)  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।