আমাদের কথা খুঁজে নিন

   

দৃষ্টির আড়ালে দাড়িঁয়ে !!

আমি অতি সহজ । তবু সাধারণ নই । আমি অতি বোকা তবু বেকুব নই। আমি তাই অসাধারণের সাধারণ হই । আর বেকুবদের মধ্যে আহাম্মক হয়ে রই.....।

পশ্চিমে দাড়িঁয়ে ছিলাম। সূর্যের প্রখর দিপ্তী ঠিক আমার চোখের উপর। আজ তুমি আমার খুব কাছে ছিলে । আমি হাত দিয়ে তোমায় স্পর্শ করতে চাইলাম। তোমার দৃষ্টির অগোচোরে আমি বৃষ্টির ছোয়াঁ চাই।

যা একদিন নেমেছিলো অঝোর ধারায়। আজ হয়তো আসবে না। আমার চোখে সেদিন শ্রাবন ছিলো আর আজ প্রখর দিপ্তী । তুমি যে আমায় আড় চোখে দেখছো । আমি বেশ ভালই বুঝতে পারছি ।

আবার আমিও যখন এইভাবে দেখেছি। তুমিও হয়তো ঠিক এই ভাবেই দেখেছো!!না তুমাকে আমি দেখতে চাইছি কিন্তু সূর্যটা ঠিক পক্ষে নেই। হয়তো সূর্য ও তোমায় দেখবে?? তাইতো আমার কাছ থেকে আড়াল করতে চাইছে !হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে গেলো। বৃষ্টি নামবে বোধহয় !! একি?? আমি চাইলাম আর এমনি বৃষ্টি নামলো!! বাতাস বইছে প্রবল আক্রোশে। তোমার ওড়নাকে উড়িয়ে নিয়ে গেল!!আমি হাত দিয়ে ধরতে চাইলাম।

পারি নি! আর দেখতে দেখতে ভিজে গেলাম সর্বস্ব!!তুমি আর আমি !! মাঝখানে অস্থির সে প্রকৃতি!! হঠাৎ দেখি তুমি আমার হাত ধরেছো!! জানি না কেন মনে হলো তোমার মন ভাল নেই!! তাই যখন জানতে চাইলাম ?? তুমি তেমন কিছুই বললে না!! শুধু মায়া ভরা কন্ঠে আমায় জিজ্ঞেস করলে - আমায় ছেড়ে যাবে না তো ?? তখন শুনতে পেলাম তোমার কান্না ভেজা কন্ঠ । তাহলে এতক্ষণ তুমি কাদ্ঁছিলে ?? জিজ্ঞেস করবো কোন মুখে?? আমার তো বুঝতে পারার কথা ছিলো ?? বুঝি নি!! তাহলে বৃষ্টিই মুছেঁ দিলো তোমার চোখের জল ?? আমি বুঝতে পারি নি! এতো কাছে থেকেও আমি মুছে দিতে পারি নি তোমার চোখের জল !! বৃষ্টি তুই কি করে দেখলি বলতো ?? আড়ালে দাড়িঁয়ে ?? আমি বুঝতে পারি নি কেন ?? আর তুমি কাদঁছিলে কেন ?? তার উত্তর ও তো জানি না আমি ! জানতেও পারবো না কোনদিন!! সবই ঘটে গেল দৃষ্টির সীমানায় তবুও তা আমার দৃষ্টির আড়ালে!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।