আমি এক জন শান্তি প্রিয় মানুষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর সংশোধিত আইন পাশে আমি অত খুশি হবার কোন কারন দেখি না। সরকার আপীল করতে পারলেই যে রায় অনুকূলে যাবে এমন গ্যারান্টি কি ? প্রসিকিউশন , সাক্ষ্য এসব বিষয়ে পদ্ধতি গত কোন ত্রুটি ছিল কিনা সেটা খতিয়ে দেখে আপীলের জন্য শক্ত প্রস্তুতি নিতে হবে বিজ্ঞ প্রসিকিউটর কে । সংশোধিত আইনকে ভুতাপেক্ষ কার্যকারিতা না দিলে এ আইন কাদের মোল্লার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামীকে রাষ্ট্রপতি কর্তৃক সাধারণ ক্ষমার সাংবিধানিক এখতিয়ার যুদ্ধাপরাধীদের ক্ষেত্রে রহিত করনের নিমিত্তে ব্যবস্থা নিতে হবে। সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদের সংশোধনী অতীব জরুরি। নইলে ভবিষ্যতে আইনের ফাঁক ফোঁকর গলে যুদ্ধাপরাধীরা বের হয়ে যাবার সমূহ একটা চান্স থেকেই যাচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।