আমাদের কথা খুঁজে নিন

   

বিজ্ঞান ও প্রযুক্তি :: পানির আর্সেনিক দূর করবে ন্যানোরাস্ট

এই ব্লগে মৌলবাদী, রাজাকার এবং জামাত শিবিরের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
পানিতে আর্সেনিক বিশ্বব্যাপী এক মারাত্মক সমস্যা, বাংলাদেশে তো বটেই। প্রতিবছর সারাবিশ্বে বিপুলসংখ্যক মানুষ আর্সেনিক সমস্যায় ভোগে। জীবজগতের অন্য সদস্যরাও এ তালিকা থেকে বাদ নেই। সম্প্রতি আমেরিকার রাইস ইউনিভার্সিটির সেন্টার ফর বায়োলজিক্যাল অ্যান্ড ন্যানোটেকনোলজির (CBEN) গবেষক দল পানির আর্সেনিক দূর করার জন্য নতুন এক পদ্ধতি উদ্ভাবন করেছেন।

আগে পানি থেকে আর্সেনিক দূর করার জন্য প্রচুর ধাতব সামগ্রী, উচ্চচাপের পাম্প ও সেই সঙ্গে বিদ্যুতের দরকার হতো। কিন্তু সম্প্রতি উদ্ভাবিত পদ্ধতিটি কম খরচের। বিজ্ঞানীরা জানিয়েছেন, এ উদ্ভাবনের ফলে বাংলাদেশ, ভারত ও উন্নয়নশীল দেশগুলোর কোটি কোটি মানুষ আর্সেনিক দূষণ থেকে রক্ষা পাবেন। গবেষকদের মতে ন্যানোরাস্ট (আয়রনের অক্সাইড) পানিতে উপস্থিত আর্সেনিক কণার সাথে একত্রিত হয়ে আর্সেনিক কণাকে পানি থেকে আলাদা করতে সাহায্য করে। এ প্রক্রিয়ার জন্য চৌম্বকীয় আন্তঃক্রিয়ার সাহায্য নেয়া হয়।

গবেষকরা প্রথমে ১২ ন্যানোমিটার ক্ষুদ্র আয়রনের অক্সাইড বা ন্যানোরাস্ট তৈরি করেছেন, তারপর আর্সেনিক দূষিত পানিতে এ ক্ষুদ্র কণাগুলোকে ছড়িয়ে দেয়া হয়েছিল। এতে আর্সেনিক কণাগুলো ক্রিষ্টাল কণাগুলোকে ঘিরে একত্রিত হয়ে নতুন কনা তৈরি করেছিল। তারপর চুম্বকের সাহায্যে নতুন কনাগুলোকে আলাদা করা হয়েছিল, এতে দেখা যায় পানিতে আর আর্সেনিক নেই। এ পরীক্ষার জন্য সাধারন চুম্বক ব্যবহার করা হয়েছে। তবে ন্যানোরাস্ট তৈরি করতে আয়রন অক্সাইডকে নারকেল তেল বা অলিভ অয়েলে ৩৫০ ডিগ্রী তাপমাত্রায় উত্তপ্ত করা হয়েছে।

বিজ্ঞানীরা আশা করছেন, শিগগিরই এ প্রযুক্তিটি বাস্তবে রূপ দেয়া যাবে। ফলে পানির আর্সেনিক দূষণ থেকে রক্ষা পাবে মানুষ। তথ্যসূত্র এখানে -
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.