আমাদের কথা খুঁজে নিন

   

পেঁয়াজের দাম কমায় ক্রেতার স্বস্তি ফিরেছে

বনশ্রীর সি-ব্লকের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে প্রতি শুক্রবার অর্ধশতাধিক ভ্যানে করে তরিতরকারি, মাছ ও ফল বিক্রি হয়। আজ জুমার নামাজ শেষে একটি ভ্যান থেকে এই প্রতিবেদক দুই কেজি পেঁয়াজ কেনেন। পাশে থাকা একজন বয়স্ক ব্যক্তি একসঙ্গে কেনেন ১০ কেজি পেঁয়াজ।

‘একসঙ্গে এত পেঁয়াজ কিনলেন?’—জানতে চাইলে তিনি বলেন, ‘দাম আবার কবে বেড়ে যায়, সে জন্য বেশি করে কিনে নিলাম। ’ ওই ভ্যানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৬০ টাকা কেজি দরে।



পেঁয়াজ কিনতে বাজারে গিয়ে যেসব ক্রেতা ঈদের পর থেকে গলদঘর্ম হয়েছেন, তাঁদের মধ্যে এখন খানিকটা স্বস্তি ফিরেছে। কারণ এরই মধ্যে বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমে এসেছে।

তিন-চার দিন আগেও যে দেশি পেঁয়াজ কিনতে হয়েছিল ৭০ টাকায়, সেই পেঁয়াজ আজ বাজারে বিক্রি হয়েছে ৬০ থেকে ৬২ টাকায়। আর দুষ্প্রাপ্য ভারতীয় পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি দরে। এই চার দিন আগেও ৭৫ থেকে ৮০ টাকার নিচে এই পেঁয়াজ কেনার কথা ভাবতেও পারেননি ক্রেতারা।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।