আমাদের কথা খুঁজে নিন

   

পেঁয়াজের আলু-ভাজি

i want to live simple and die simple

ছেলে গাঁজা খায় । মা-বাবা কে বুঝতে দেয় না । একদিন সে বাইরে গিয়ে গাঁজা খেয়ে বাসায় এসেছে । এসে দ্যাখে টেবিলে খাবার দেয়া হয়েছে , তাই বাধ্য হয়ে খেতে বসলো । প্রথমেই নিজের প্রিয় খাবার আলু-ভাজিটা নিজের দিকে টেনে নিয়ে যত্নের সাথে ভাত মাখতে থাকলো আর সবাই সন্দেহ যেন না করে তাই কিছু কথা-টথা বলা দরকার মনে করে বলে উঠলো - আজকের আলু-ভাজিটা এমন কেন ? এদিকে সবাই তার দিকে সন্দেহের চোখে তাকাচ্ছিলো যখন সে আলু- ভাজি দিয়ে ভাত মাখাচ্ছিলো , তার এই কথার পর বাবা হুন্কার দিয়ে উঠলো - তুই নেশা করে এসেছিস !? ব্যপারটা হলো , ছেলেটি যেটাকে আলু-ভাজি মনে করেছিলো সেটা ছিলো কুঁচি করে রাখা পেয়াঁজ , আলু-ভর্তা করার জন্য টেবিলে রাখা ছিলো !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।