টিসিবি খোলাবাজারে পেঁয়াজ ছাড়ায় কয়েকদিন পেঁয়াজের দাম কিছুটা কমলেও আবার তা বাড়তে শুরু করেছে। কারণ হিসেবে সরবারহ কম থাকাকেই দায়ী করছেন ব্যবসায়ীরা। অতিরিক্ত দামের কারণে ক্রেতাদের মাঝে চরম ক্ষোভ লক্ষ্য করা গেছে।
শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি দেশি পেঁয়াজ ৭২ থেকে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে এ দাম ছিল ৭০ টাকা।
তার আগের সপ্তাহে ছিল ৬৫ টাকা। আমদানি করা পেঁয়াজ যথারীতি বেশি দামে বিক্রি হচ্ছে। শুক্রবার খুচরা বাজারে আমদানি পেয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজি।
এছাড়া কয়েক ধরণের কাচা তরকারির দামও বেড়েছে। সিম বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়।
যা গত সপ্তাহে ছিল ৭০ (লাল) থেকে ৮০ (সাদা) টাকা। সপ্তাহের ব্যবধানে টমেটো কেজিপ্রতি ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৯০ টাকায়।
তবে অধিকাংশ সবজির দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। শশা ৫৫ টাকা, পটল ৪০ টাকা, বড় ফুলকপি ৫০টাকা, ছোট আকারেরটি ৪০ টাকা, বাঁধাকপি ৩৫ টাকা, কচুর মুখি ৩৫ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, ঝিঙ্গা ৫০ টাকা, বেগুন কেজি প্রতি ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে বাজারভেদে এ দাম ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত ওঠানামা করছে।
ব্রয়লার মুরগি গত সপ্তাহের দামেই প্রতি কেজি ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। গরুর গোশত ২৮০ থেকে ৩০০টাকা। খাসির গোশত ৪৫০ থেকে ৪৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ইলিশ তুলনামূলক কম দামে বিক্রি হচ্ছে। ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে জোড়া ৮০০ থেকে ৮৫০ টাকায়।
বড় ইলিশ এক হাজার ৫০০ থেকে এক হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।