আমাদের কথা খুঁজে নিন

   

পেঁয়াজের দামে ওভারসেঞ্চুরি!

১০০ টাকা ছাড়িয়েছে প্রতিকেজি পেঁয়াজের দাম। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) মাঠে নামিয়েও পিঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। ট্রাকে করে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি শুরু করার প্রথম দুই সপ্তাহে মূল্য কিছুটা কমে এসেছিল। পরে আবার তা বাড়তে শুরু করে। শুক্রবার থেকে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, শুক্রবার থেকে টানা ১৯ অক্টোবর পর্যন্ত বন্দরে ছুটি থাকায় আমদানি বন্ধ হয়ে গেছে। এ কারণে বেড়ে গেছে পেঁয়াজের দাম।

এদিকে বাজার নিয়ন্ত্রণে টিসিবির ভূমিকা নিয়েও সাধারণ ক্রেতাদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। নির্ধারিত স্থানে নিয়মিত টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকের দেখা মেলে না বলে অভিযোগ রয়েছে। শুক্রবার সরকারি ছুটি থাকায় রাজধানীতে টিসিবি'র কোন ট্রাক দেখা যায়নি।

ফলে কাজের কারণে সপ্তাহের অন্যদিনগুলোতে ব্যস্ত থাকা মানুষ চাইলেও এ পেঁয়াজ কিনতে পারছে না। অন্যদিকে টিসিবি'র পেঁয়াজ কালোবাজারে যাওয়ার খবরও ইতোমধ্যে রটেছে।

টিসিবি'র এক কর্মকর্তা বলেন, অনেকে লাইনে দাড়িয়ে কম দামে টিসিবি'র পেঁয়াজ কিনে বাইরে বেশি দামে বিক্রি করে দিচ্ছে। তাই বাজারে এর প্রভাব তেমন পড়ছে না। আর সবাই লাইনে দাড়িয়ে পেঁয়াজ কিনতে আসেও না।

এদিকে টিসিবি'র ট্রাকে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ টাকা দরে।   সেখানে বাজারে সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে।  

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।