জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই
লুকজন হাতেনাতে ফল পাইছে। কল সেন্টারের মানুষ ধরার কলে পইরা হাড়ে হাড়ে টের পাইছে কল সেন্টার কাহাকে বলে।
এই ব্লগে আগেই আশংকা প্রকাশ করা হয়েছিল। সেই আশংকা মহান কিরোর ভবিষ্যদ্বাণীর মতো ফলে গেছে। কল সেন্টার এখন ফল (পতন) সেন্টারে পরিণত হওয়ার দিকে যাত্রা শুরু করার লক্ষণ দেখা যাচ্ছে।
বাংলাদেশের আইটি সেক্টরের যে কোন সুযোগ প্রথম কতগুলো ধান্দাবাজ গ্রহণ করে। এই ধান্দাবাজেরা নতুন ব্যবসার কথা বলে কিছু আবাল পাবলিকের থিকা মালপানি হাতায়া কাইটা পড়ে। বদনাম হয় আইটি সেক্টরের।
মনে আছে ১৯৯০ সালের দিকে এপটেক ও নিট নামে দুটি প্রতিষ্ঠান দক্ষ তথ্যপ্রযুক্তি জনবল তৈরী করার নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে সটকে পড়ে। সেই সব প্রতিষ্ঠানে ওয়ার্ড এক্সেল শিখে ২০/২৫ হাজার টাকা খরচ করেছেন অনেকেই।
মেডিকেল ট্রান্সক্রিপশন ব্যবসায় বিশাল লাভ বলে ট্রেনিং দেয়া ও ব্যবসা দেয়ার নাম করে অনেক প্রতিষ্ঠান লুটপাট করল। এখন এসেছে কল সেন্টার। হাজার কোটি টাকার স্বপ্ন দেখিয়ে এখন লুটপাট শুরু হয়েছে।
সরকার ও সরকারী সংস্থাগুলো আগের মতোই নিশ্চুপ। মানুষ প্রতারিত হতে হতে আইটি সেক্টরের প্রতি বিরক্ত।
এর কুফল ভোগ করছে প্রকৃত আইটি প্রতিষ্ঠানগুলো। তারা নানা প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন।
এই বিষয়টি সরকারের কঠোর নজরদারিতে রাখা দরকার বলে মনে করি।
আজকের পত্রিকায় প্রকাশিত প্রতারণার খবর :
কল সেন্টারের নামে কোটি টাকা নিয়ে উধাও বেনটেল
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।