আমাদের কথা খুঁজে নিন

   

নাস্তিকতা ও ধর্ম বিদ্বেষ

অন্যের ধর্মকে কটাক্ষ করে কারো অনুভুতিতে আঘাত করার অধিকার কারো নেই। জামাত শিবির এর বিরোধিতা আর ইসলামের বিরোধিতা এক নয়। আপনারা যারা নাস্তিক দয়া করে আপনাদের অনুরোধ করবো ধর্ম আপনি মানবেন না সেটা আপনার ব্যপার কিন্তু কারো ধর্মীয় অনুভুতিতে আঘাত করা থেকে বিরত থাকুন। যার যার বিশ্বাস তার তার কাছে। আমি যুদ্ধপরাধীদের ফাঁসির পক্ষে কিন্তু আমি ধর্মবিদ্বেষী নাস্তিকদের পক্ষে না।

আপাত দৃষ্টিতে 'থাবা বাবা' কে খুব নিরিহ মনে হলেও তার লেখা পড়লে বোঝা যায় সে কি পরিমান ইসলামবিদ্বেষী ছিলো। তার হত্যা যেমন সমর্থন করিনা তার লেখাও আমি সমর্থন করিনা। যাকে শহীদের মর্যাদা দেয়া হচ্ছে সে কি আসলেই তার যোগ্য কিনা তা বিবেচনার দাবি রাখে। গত কয়েকদিন শাহবাগের গণজাগরণে আমি ছিলাম। সতস্ফুর্তভাবে অংশ নিয়েছি সব প্রতিবাদে।

কিন্তু হটাত করেই দেখলাম কিছু সমাবেশে সরাসরি ইসলামের বিপক্ষে অবস্থান! দাবি করা হচ্ছে ; রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করতে হবে। সব ইসলামি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে। ইসলামি রাজনীতি বন্ধ করতে হবে। আমি এইসব দাবির সাথে একমত না। আমি জামাত শিবিরের রাজনীতি বন্ধের পক্ষে কিন্তু তাই বলে অন্যকোন ইসলামি দল থাকবে না তা হতে পারেনা।

আর লক্ষনীয় বাকিসব ইসলামি দল কিন্তু জামাতে ইসলামির বিরোধি। ভারতে বিজেপির মত কট্টর হিন্দুবাদী দলকে তো নিষিদ্ধ করা হয়নাই। বরং তারা দেশ পরিচালনা করেছে এবং এখন প্রধান বিরোধি দল! কই এটা নিয়ে তো ভারতে কোন কথা হয়না। ভারত তো আবার ধর্ম নিরপেক্ষ দেশ। ইসলামি ব্যবসা কেন বন্ধ করতে হবে? অনেকেই সাধারন ব্যাংকগুলোতে লেনদেন করতে চান না সুদের হিসেবের কারনে।

আর ইসলামী ব্যবসা এই আন্দোলনে কি সমস্যা করলো? রাষ্ট্রধর্ম ইসলাম কেন বাতিল করতে হবে?যে দেশে ৯০% জনগন ইসলাম ধর্মে বিশ্বাসী সেদেশ ইসলামী রাষ্ট্র কেন হবেনা? দয়া করে আপনাদের ইসলাম বিদ্বেষকে এই আন্দোলন থেকে দুরে রাখুন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।