শাফিক আফতাব------- ও বাহে মোর যেদিন জন্ম হয়, সেদিন বিয়ায় দুটো হালের গাই, কী সুন্দর হলপকা গাইয়ের বাছুর আর মোর দুটি কচি পা, মোর দাদী কইছে, সোনার চান্দের মতো মোর মুখ রোশনাই ; একদিন ব’লে আইতের মদ্যে এক জ্বীন মোক দিছে থাপা। তারপর দাদী মোর বাড়ি বন্দ করে, মোক পানি পড়া খাওয়ায়, পীরের দরগায় মানত করে, আর সিন্নি দ্যায় মসজিদে জুম্মায় ; তারপরও একদিন এক জ্বীন আসি, দাদীক কয় দে মোর ছাওয়াল, দাদী কইছে মাফ করি দে বইন মোর, খাইছনা মোর কপাল ; এ্যাকটাই ধন মোর, মোর যাদুর ধন, মোর আন্দার ঘরের আলো ; দাদী মোর দাদাক ভুলি গেলো মোক পায়া, চান্দের আইতে দাদী মোর গীত গাইলো, নাচলো স্কুলত দিয়ে আসলো মোক দাদী নিজে হাঁটি যায়া। দাদী মোর মারা গেইছে, দাদীক মোনে হয়, বাহে চাচা খুঁড়া ; দাদীর কোলত মুই এখনো বসি আছোম, যোদিও হইছম বুড়া। নিসর্গ : ঢাকা ২৭.০৫.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।