আমাদের কথা খুঁজে নিন

   

কাগু কারবার ৩

...

১) এপ্যাল কোম্পানীর লোগোতে পুরা আপেল ছিল। আপেলটাতে আসলে কাগু কামড় দিয়েছিলেন। ২) কাগুর ভয়ে নদীর পানি উজানে বয়। ৩) লোকজ বিশ্বাস এই যে, কাগুর চোখের অশ্রুতে ক্যান্সার ভালো হয়। কিন্তু আফসোসের বিষয়, কেউ কখনো কাগুকে কাদতে দেখে নাই।

৪) কাগু অসীম পর্যন্ত গুনেছেন- দুইবার। ৫) সব পুরুষের একটা বিচি অন্যটা থেকে বড় হয়। কিন্তু কাগুর দুইটা বিচিই একটা অন্যটার থেকে বড়। ৬) কাগু একবার সাইক্লোপসের দুচোখের মাঝখানে ঘুষি মারছেন। ৭) ধারনা করা হয় যে, কাগু ফিফথ ডাইমেনশনে বাস করেন।

৮) কাগুর সৌন্দর্যের রহস্য হলো- গরম লাভায় স্নান করা। ৯) কাগু কখনোই ঘুমান না। চোখ বন্ধ করে ধ্যান করেন। ১০) কাগু ডিম লাইট ব্যবহার করেন। কাগু অন্ধকারকে ভয় পান না, অন্ধকার যেন কাগুকে ভয় না পায় তার জন্যই এই লাইট।

কাগু কারবার ২ কাগু কারবার ১ ফেসবুকে কাগু ফ্যান ক্লাব কাগুর ব্লগস্পট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.