http://www.facebook.com/Kobitar.Khata
সাম্প্রতিক সময়ে অভ্র নিয়ে যে বিতর্ক হচ্ছে তার জবাব দিয়েছেন জব্বার কাগু। জব্বার কাগু কি আবার মিথ্যাচার করেছে কিনা তা বিচারের দ্বায়িত্ব পাঠকের।
‘অভ্র পাইরেটেড সফটওয়্যার’—আমার এই মন্তব্যটির একমাত্র কারণ হচ্ছে, এই সফটওয়্যারটিতে ইউনিবিজয় নামের যে কিবোর্ড আছে তার বর্ণ-অংশটি আমার কপিরাইট ও প্যাটেন্টকৃত বিজয় বাংলা কিবোর্ড লে-আউটের সঙ্গে সম্পূর্ণভাবে এক বা হুবহু নকল।
উপরন্তু আমি যদি অভ্রকে পাইরেটেড সফটওয়্যার বলে তার মানহানি করে থাকি তবে আদালতে আমার বিরুদ্ধে সিআরপিসির ৫০০ এবং ৫০১ ধারায় মামলা হতে পারে এবং আমি যদি প্রমাণ করতে না পারি যে, অভ্র বিজয় অন্তর্ভুক্ত করে পাইরেসি করেনি, তবে আমার শাস্তি হবে। এরপর পাঠকেরা নিজেরাই সিদ্ধান্ত নেবেন অভ্র পাইরেটেড কি না।
সূত্র: প্রথম আলো
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।