আমাদের কথা খুঁজে নিন

   

তোমার বিষাক্ত দংশন দাও আমার প্রমিত চুম্বনে

শব্দ থেকে নৈঃশব্দ্যের দিকে

তুমিতো জান না সর্পিনী- আমি জানি, তোমার ফনায় কতটা বিষ থাকে কতটা বিষ তুমি ধরে রাখ বিষ-গ্রন্থিতে; কিন্তু আমার নিকটাত্মীয়রা কিছুতেই বুঝতে চান না এ কথা- আমি কী করে বোঝাই বলতো তাঁদের আসলে ফনার ঢেউয়ে তুমি বিষ জমা রাখ আমি কী করে বোঝাই ঐ বিষে আমি আকন্ঠ ডুবে আছি- হৃৎপিন্ড বরাবর চলে গ্যাছে নীল ছুরি তুমিতো বোঝ না ফনা-তোলা রাগ শুধু একটি রুদ্ধশ্বাস ছোবলের জন্য আমি পুনরায় পুরুষ চিহ্নের নিকট ফিরে গ্যাছি হাঁটুমুড়ে বসে আছি নীলোষ্ণ নিঃশ্বাস- ওষ্ঠের স্বরলিপি বোঝ এবার; সর্পিনী হে, তোমার বিষাক্ত দংশন দাও আমার প্রমিত চুম্বনে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.