বা
সুভাষ মুখোপাধ্যায়
১.
ফুল ফুটুক না ফুটুক
অংশ
ফুল ফুটুক না ফুটুক
আজ বসন্ত
শান-বাধানো ফুটপাথে
পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ
কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে
হাসছে।
ফুল ফুটুক না ফুটুক
আজ বসন্ত।
২.
জননী জন্মভূমি
আমি ভীষণ ভালোবাসতাম আমার মা-কে
-কখনও মুখ ফুটে বলি নি।
টিফিনের পয়সা বাঁচিয়ে
কখনও কখনও কিনে আনতাম কমলালেবু
-শুয়ে শুয়ে মা-র চোখে জলে ভ'রে উঠত
আমার ভালোবাসার
মা-কে কখনও আমি মুখ ফোটে বলতে পারি নি।
হে দেশ, হে আমার জননী
কেমন করে আমি তোমাকে বলি!
যে মাটিতে ভর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি-
আমার দু-হাতের
দশ আঙুলে
তার স্মৃতি।
আমি যা কিছু স্পর্শ করি
যেখানেই,
হে জননী,
তুমি।
আমার হৃদয়বানী
তোমারই হাতে বাজে।
হে জননী,
আমরা ভয় পাই নি।
যারা তোমার মাটিতে নিষ্ঠূর থাবা বাড়িয়েছে
আমরা তাদের ঘাড় ধরে
সীমান্ত পার করে দেব।
আমরা জীবনকে নিজের মতো করে।
সাজাচ্ছিলাম-
আমরা সাজাতে থাকব।
হে জননী,
আমরা ভয় পাই নি।
যজ্ঞে বিঘ্ন ঘটেছে বলে
আমরা বিরক্ত।
মুখ বন্ধ করে,
অকান্ত হাতে-
হে জননী,
আমরা ভালোবাসার কথা বলে যাব।
বীরেন্দ্র চট্টোপাধ্যায়
পদ্মপাতায় শিশির
পদ্মপাতায় শিশির লেগে
পদ্মপাতায় শিশির।
তার চেয়েও শীতল, মেয়ে
তোমাকে বুকে উপোসী গাল রাখা।
কিন্তু যখন মাস ঘুরবে
তিরিশ দিনে মাস। তোমার চুমায় অঙ্গ পোড়া
সইবে কি আর এক বিছানায় থাকা?
সুকান্ত ভট্টাচার্য
প্রার্থী
হে সূর্য! শীতের সূর্য!
হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীায়
আমরা থাকি,
যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকের চঞ্চল চোখ,
ধানকাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে।
হে সূর্য, তুমি তো জানো,
আমাদের গরম কাপড়ের কত অভাব!
সারারাত খড়কুটো জ্বালিয়ে,
এক টুকরো কাপড়ে কান ঢেকে,
কত কষ্টে আমরা শীত আটকাই!
সকালের এক-টুকরো রোদ্দুর-
এক-টুকরো সোনার চেয়েও মনে হয় দামী।
ঘর ছেড়ে আমরা এদিক-ওদিকে যাই-
এক-টুকরো রোদ্দুরের তৃষ্ণায়।
হে সূর্য!
তুমি আমাদের স্যাঁতসেঁতে ভিজে ঘরে
উত্তাপ আর আলো দিও,
আর উত্তাপ দিও,
রাস্তার ধারে ঐ উলঙ্গ ছেলেটাকে।
হে সূর্য!
তুমি আমাদের উত্তাপ দিও-
শুনেছি, তুমি এক জলন্ত অগ্নিপিন্ড,
তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে
একদিন হয়তো আমরা প্রত্যেকেই এক একটা জলন্ত অগ্নিপিন্ডে
পরিনত হব!
তারপর সেই উত্তাপে যখন পুড়বে আমাদের জড়তা,
তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারবো
রাস্তার ধারের ঐ উলঙ্গ ছেলেটাকে।
আজ কিন্তু আমরা তোমার অকৃপণ উত্তাপের প্রার্থী। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।