আমি এক ফেরিওলা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই
গতকাল সুভাষ দত্তকে দেখে আসলাম।
১৫ জুন সোমবার বিকেল ৪ টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতাল থেকে নিজের রামকৃষ্ণ মিশন রোডের অ্যাপার্টমেন্টে ফিরেছেন বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা-পরিচালক সুভাষ দত্ত। তার বোন ঝর্ণা দত্ত জানিয়েছেন, সুভাষ দত্তের শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো।
সুভাষ দত্ত এখন পূর্ণ বিশ্রামে রয়েছেন। তবে তিনি পরিবারের সদস্যদের ছাড়া বাইরের কারো সঙ্গে তেমন কথা বলছেন না বা সাক্ষাৎ দিচ্ছেন না।
সুভাষ দত্ত কবে পূর্ণ উদ্যমে তার কর্মজীবন শুরু করতে পারবেন- জানতে চাইলে “ডাক্তাররা জানিয়েছেন, তাকে বেশ কিছু দিন পূর্ণ বিশ্রামে থাকতে হবে। ”
চিরকুমার সুভাষ দত্ত বোনের সঙ্গে টিকাটুলির রামকৃষ্ণ মিশন রোডের একটি অ্যাপার্টমেন্ট হাউসে বসবাস করেন।
সুভাষ দত্ত ৬ জুন রাতে হার্ট এ্যাটাকে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন তার চিকিৎসক ডাঃ মাহবুবুর রহমান গ্লিটজকে জানিয়েছিলেন, বাংলা ছবির এই খ্যাতিমান ব্যক্তিত্ব ‘মায়ো-কার্ডিয়াক ইনফার্কশন’ (এমআই)- এ আক্রান্ত হয়েছেন।
এই হাসপাতালে ‘করোনারি কেয়ার ইউনিট’-এ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন একুশে পদক সহ বিভিন্ন সম্মাননায় ভূষিত এই পরিচালক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।