আমাদের কথা খুঁজে নিন

   

রেকর্ডের পাল্লা ভারী করার মিশন: সাকিবদের জন্য শুভকামনা



আজ দুপুরে বাংলাদেশ জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ৫ম্যাচের ওডিআই সিরিজ। এ পর্যন্ত দু'দল খেলেছে ৪৪টি ম্যাচ। ২টি পরিত্যাক্ত হয়েছে। বাকী ৪২ টির ২১টি জিতেছে বাংলাদেশ, বাকী ২১টি জিম্বাবুয়ে। এই রেকর্ডের পাল্লা নিজেদের দিকে ভারী করার মিশনে নামছে দু'দল।

এর আগে ৯টি সিরিজের ৫টি বাংলাদেশ আর বাকী ৪টি জিম্বাবুয়ে জিতেছে। জিম্বাবুয়ে চাইবে সিরিজ জয়ে সমতা আনতে। বাংলাদেশ চাইবে এটাকে ৬-৪ এ উন্নীত করতে। বাংলাদেশের মাটিতে উভয় দল ২৪টি ম্যাচ খেলেছে। ফলাফলে ১২-১২ সমতা।

এখানেও ছোট্ট একটা পাল্লাভারীর ব্যাপার থাকছে। দলের অবস্থা দেখে উভয় দলের মধ্যে সামর্থ্যের পার্থক্য খুব বেশি মনে হচ্ছে না। দু'দলেই আছেন বেশ কয়েক জন করে ম্যাচ উইনার। তাই রেজাল্ট ৫০-৫০ হওয়া খুবই সম্ভব। আমাদের অনুকূলেও কিছু ভালো খবর আছে।

গত ২০টি ম্যাচের মধ্যে ১৪টিই জিতেছে বাংলাদেশ। গত ২টি সিরিজও জিতেছে বাংলাদেশ ( ২-১ এবং ৪-১ ব্যাবধানে)। মাঠ আমাদের, দর্শক আমাদের; ফলে মাঠে থাকবে প্রবল সমর্থন। ভয়ের কথা, এটা অনেক সময় চাপ হয়ে যায়। আশার কথা আমাদের ক্যাপ্টেন সাকিব আবার মি.কুল।

দিনরাতের ম্যাচ বলে টসও খুব গুরুত্বপূর্ণ। সাকিবদের জন্য রইলো শুভ কামনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.