আমাদের কথা খুঁজে নিন

   

সিডর



সিডর দিয়েছে ডর বিপন্ন অন্তর সিডর দিয়েছে স্বজন-হারানো গুমরিত প্রান্তর দিয়েছে করুণ মৃত্যুর হাহাকার দিয়ে গেছে খুলে ভয়াল সিডর বেদনার যত অশ্র“সিক্ত দ্বার আর দিয়ে গেছে বুকফাটা চিৎকার ধস্ত বিরান বিবর্ণ সংসার। বৃ উজাড় দুমড়ে-মুচড়ে গেছে বনভূমি। ভার বইবার নেই সেই প্রকৃতিও অবিরাম কান্নার হরিণ চিত্রা নেই বাঘ বিচিত্রা নেই থেমে গেছে কবে বনমোরগের ডাক অজানা কতযে প্রাণী গিলেগিলে খেলো ক্রূর বিষখালি বাঁক তৃণলতা নেই ধানতে নেই পুষ্পের প্রিয় অভিপ্রেত নেই ফসলের গান-সমবেত নেই দিক সে চিহ্নহীন পাখি মরে গেছে- দীপ্ত মুয়াজ্জিন নীচে নেমে এলো বন্যাপীড়িত নিষ্ঠুরতম দিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।