সশস্ত্র বাহিনী বিভাগের জেনারেল ষ্টাফ অফিসার -১ (প্ল্যান এন্ড প্রজেক্ট) লে.কর্নেল ফারুক হোসাইন বলেছেন, সিডরে তিগ্রস্থদের সাহায্যের জন্য বন্ধু প্রতীম দেশ হিসাবে চীন ১ হাজার টন চাল দিচ্ছে। ইতিমধ্যে ১০টি দেশ ত্রাণ দিয়েছে।
বুধবার সন্ধ্যায় সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানিয়ে বলেন, সশস্ত্র বাহিনীর প থেকে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে।
তিনি জানান, বুধবার ৩২টন দেওয়ার মধ্যদিয়ে এপর্যন্ত ১ হাজার ২৭৭টন জরুরী ত্রান দুর্গতদের মাঝে পৌছে দেওয়া হয়েছে। বুধবার ত্রাণ দেওয়ার পর প্রায় ৯০টন ত্রাণ মওজুদ আছে।
ফারুক হোসাইন জানান, চীন ১হাজার টন চাল দেওয়ার প্রতিশ্র“তি দিয়েছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই এই ত্রানের চাল বাংলাদেশে এসে পৌছবে। এছাড়া এ পর্যন্ত ১০টি দেশ আমাদের ত্রাণ দিয়েছে।
তার মধ্যে ফ্রান্স ২টি পানি বিশুদ্ধকরণ প্লান্ট,ভারত প্রায় ৮০ টন চাল,ওষুধ,পানির ফিল্টার,তাবু, কম্বল, ইটালি ২ দফায় জেনারেটর তাবু,পানির ট্যাংক,কম্বল,রান্নার জন্য বাসনপত্র,জাপান জেনারেটর,কম্বল,পানির ট্যাংক,তাবু,তোষক,পাকিস্তান তাবু,চাল,শিশু খাদ্য,ওষুধ,স্থানান্তরযোগ্য হাসপাতাল,সৌদি আরব ৯৫ টন ত্রান,স্পেন তাবু ওষুধ,যুক্তরাষ্ট্র শুকনা খাবার,ওষুধ,পানি বিশুদ্ধকরণ প্লান্ট,মেডিকেল টীম এবং থাইল্যান্ড চাল,ওষুধ পাঠিয়েছে।
তিনি জানান,ফ্রান্স যে ২টি পানি বিশুদ্ধকরণ প্লান্ট দিয়েছে সে গুলোকে পাথরঘাটা এব্ং স্বরণখোলায় বসানো কাজ বুধবার থেকে শুরু হয়েছে।
লে.কর্নেল ফারুক হোসাইন জানান,বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৩হাজার ২৫৬জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার পর্যন্ত ছিল ৩ হাজার ২৪৬জন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।