আমাদের কথা খুঁজে নিন

   

আবারো সিডর!!



সিডর! নামটা শুনলেই আতংক আসে মনে। সিডরের ভয়াবহতা কত নির্মম তা বিশ্ববাসী জানে। সিডরে মূহর্তে কেড়ে নিয়েছিলো ইন্দোনেশিয়া, মিয়ানমার,ভারত সহ আমাদের দক্ষিনাঞ্চলের জান মাল। সিডরের ক্ষত এখনো শুকায়নি। তবে ইদানিং পত্রিকা ও টিভিতে একটা এনার্জী ড্রিংকস এর বিজ্ঞাপন চোখে পড়ে।

দেখলেই মেজাজ খারপ হয়ে যায়। আবাল, বৃদ্ধ, বনিতা উপরে হাত বাড়িয়ে আছে এই ডিংকসটার জন্য। চকচকে ড্রেস পড়া মডেলদের হাত বাড়ানো স্টিল ছবিটি দিয়ে পত্রিকা ও টিভিতে বিজ্ঞাপন করছে। এনার্জী ড্রিংকস এর বিজ্ঞাপন গুলো মোটামুটি দর্শকদের মন কেড়েছে এবং দেদারছে বিক্রি হচ্ছে সন্দেহ নেই তবে ডাক্তাররাও এই এনার্জী ড্রিংকস এর ক্ষতিকর দিকগুলো পত্রিকায় তুলে ধরছেন। বিজ্ঞাপন গুলোর মধ্যে জনপ্রিয় সংগিত শিল্পী আয়ুইব বাচ্চু করেছেন টাইগার এনার্জী ড্রিংকস এর বিজ্ঞাপন এই ড্রিংকস খেয়ে এক বোলার বোল্ড করেছেন ব্যাটসম্যানকে, জনপ্রিয় আরেক সংগীত শিল্পী জেমস করেছেন ব্লাক হর্স এনার্জী ড্রিংকস এর বিজ্ঞাপন,বিজ্ঞাপনে বিদু্ৎ চমকিয়ে এক লাস্যময় নারী বিভিন্ন ভংগীতে আসে, স্পিড এনার্জী ড্রিকস খেয়ে এক প্রেমীক শিষ দিয়ে চাঁদকে ঝলসানো রুটি বানায় এবং রুটি নিয়ে ক্ষুধার্থ বালকের উল্লাস চোখে পড়ার মত, আবার স্পিড খেয়ে কেরামবোটের গুটিতে মারায় গুটিতে না লেগে বহু জায়গায় ঘুরে স্টাইক গিয়ে লাগলো স্মৃতি ভ্রস্ট রোগীর মাথায় অতপর রুগী সবাইকে চিনতে পারলো, এই ড্রিংকসটার আরে কয়েকটা বিজ্ঞাপন বেশ চমকপ্রদ।

পাওয়ার এনার্জী ড্রিংকস এর বিজ্ঞাপনে দেখানো হয়েছে এক যুবক সব চাপ, পাপ, তাপে ছোট হয়ে যাচ্ছে এবং পাওয়ার খাওয়ার পর খুব এনার্জীটিক। পাওয়ারের আরো একটি বিজ্ঞাপন ইদানিং দেখা যাচ্ছে ওস্তাদ ট্রাক চালাচ্ছে খুব ক্লান্ত এবং ঘুম পাচ্ছে হেলপার বেচারা ভুভুজালা টাইপের বাশি বাজিয়ে ড্রাইভারকে জাগিয়ে রাখছে । হেলপারের চাপা ব্যথা হয়ে যাওয়ায় আর বাশি বাজাতে পারবে না বলে দিল ওস্তাদও ট্রাক আর চালাবে না রেস্ট নিবে, এমন সময় এক যুবক দিলো পাওয়ার ,ঘুম বিনাশ ব্যস ট্রাক চললো! আমি শুনেছিলাম মিয়ানমারে ট্রাক ড্রাইভারদের ক্লান্তি এবং ঘুম তারাতে ইয়াবা খেতে প্রেসক্রিপসন করতো। ইয়াবার সর্ব্রাগ্রাসীর কথা আমাদের অজানা নয় তবে এই বিজ্ঞাপনে কিসের ইংগিত! কোবরা নামে একটা এনার্জী ড্রিংকস দেখেছিলাম সেটার গায়েও বিষাক্ত কোবরার ছবি জানিনা কোবরার কোন উপাদান এই ড্রিংকসে ব্যবহার হচ্ছে কিনা! তবে যেটা দিয়ে শুরু করেছিলাম সিডর হ্যা সিডর এনার্জী ড্রিংকস নামে ড্রিংকস বাজারজাত করছে একটা কোম্পানী। চিন্তা করুন কি সাংঘাতিক নাম দিয়েছেন! ওনারা কি বোঝাতে চেয়েছেন এই নাম দিয়ে! আমাদের যুব সমাজকে সিডরের মত তছনছ করে ফেলবেন এই ড্রিংকস খাইয়ে! তবে এই নাম কেন? যে নাম শুনলে আত্বায় পানি থাকে না! আবারো যে এ দেশে সিডর হবে না তার গ্যারান্টি কি দেয়া যায়? শুধু শুধু নাম ধরে এত ডাকাডাকি কেন!!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।