নিজেকে এখনও নিজেই চিনতে পারিনি।
১ অক্টোবর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফরম বিতরণ শুরু হয়েছে। অন্য যে কোনো সময়ের তুলনায় এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতি পরীক্ষার্থীদের আগ্রহ তুলনামূলকভাবে বেশি। তাছাড়া ভর্তি পরীক্ষার আগে পরীক্ষার্থীদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে আলাদাভাবে ভাবতে হচ্ছে। কেননা দীর্ঘদিনের নিয়ম ভেঙে এবার প্রথমবারের মতো এ বিশ্ববিদ্যালয়ে বহুনির্বাচনী পদ্ধতিতে (এমসিকিউ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ভর্তি পরীক্ষা পদ্ধতির এ পরিবর্তন একটি সময়োপযোগী উদ্যোগ। যেখানে দেশের সব বিশ্ববিদ্যালয় এবং কলেজের ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়, সেখানে শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এতদিন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতো। এতে সময় যেমন বেশি লাগত, তেমনি খাতা মূল্যায়নের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলার সুযোগ থাকত। কেননা লিখিত পরীক্ষায় নম্বর পাওয়া অনেকটাই পরীক্ষকের মর্জির ওপর নির্ভর করে। একেক শিক্ষক একেকভাবে খাতা দেখবেন, ফলে সবার মূল্যায়ন এক হবে না সেটাই স্বাভাবিক।
তাই সহজেই এ পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করা যেত। সেক্ষেত্রে এখন এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ এবং ওএমআর মেশিনে খাতা মূল্যায়নের ফলে ভর্তি পরীক্ষা পদ্ধতিতে স্বচ্ছতা আসবে এবং তা গ্রহণযোগ্য হবে। পরীক্ষার্থীদের ভোগান্তিও কমে আসবে। আগে যেখানে জাহাঙ্গীরনগরের জন্য আলাদা প্রস্তুতি নিতে হতো, এখন তার আর দরকার হবে না। তবে পরীক্ষাগুলো এখনও বিভাগভিত্তিক প্রশ্নের ভিত্তিতে আলাদাভাবেই নেওয়া হবে।
সেক্ষেত্রে বিভাগভিত্তিক পরীক্ষা না নিয়ে অনুষদভিত্তিক পরীক্ষা নিলে পরীক্ষার্থীদের ভোগান্তি একেবারেই থাকবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।