ভালো লাগে জোছনা রাতে মেঘ হয়ে আকাশে ভাসতে.... :)
জাপানে একটা লিনাক্স সিম্পোজিয়ামের সময়ে লিনাস টরভাল্ড, লিনাক্সের সৃষ্টিকর্তা উইন্ডোজ সেভেন-এর দোকানে গেলে সেলসম্যান অনেক কিছু বুঝায় লিনাস-কে। লিনাস তখন খুশি হয়ে নিচের শটটি দেয়:
হাহাপগে...
যাই হোক। নিচের কমেন্ট পড়তে পড়তে এক বাঙ্গাল ভাইয়ের দেখা পেয়ে মনটা খুশি হয়ে গেলো। আমি ব্যক্তিগতভাবে তাকে চিনিনা, এই ব্লগে উনি আছেন কিনা তাও জানিনা, কিন্তু মজা পেলাম সারকাজমের এই ছবিটাতে, আরো সারকাজম অপেক্ষা করছিল তা দেখে:
একটা অবাঙ্গালীর পোস্টে গিয়ে বাংলায় কমেন্ট লেখার মত সাহস কয়জনের আছে! তাও অবাঙ্গালী নাম নিয়ে। হে হে। তাও লিনাক্সকে নাকি স্ট্যাবিলিটি শিখতে হবে উইন্ডোজের কাছ থেকে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।