আমাদের কথা খুঁজে নিন

   

জুতার বারী

এক অসাম্প্রদায়িক উজ্জল বাংলাদেশের স্বপ্ন দেখি

আমাদের এলাকায় একটা চৌরাস্তার মোড় আছে। তার তিন দিকের রাস্তার পাশেই আছে তিনটি দেয়াল। মজার ব্যাপার হল,দুইটি দেয়ালে লেখা ''এখানে প্রসাব করিলে ১০০ টাকা জরিমানা'' বাকি একপাশে লেখা ''এখানে প্রসাব করিলে ১০ জুতার বারী''। আশ্চর্যের বিষয় হল যে পাশে ১০০ টাকার কথা লেখা সে পাশ খুবই নোংরা,মানে সেখানে নিয়ম ভাংগা হয় প্রতি মুহূর্তে। আর যে পাশে জুতার বারীর কথা লেখা আছে সে পাশ খুবি পরিস্কার-পরিচ্ছন্ন।

তার মানে সেখানে নিয়ম ভাংগার জন্য কেউ যায়না। আমাদের বাংগালীর চরীত্রে সবসময়ই একটা নিয়ম ভাংগার প্রবনতা কাজ করে। তা সে ভাল নিয়মই হোক আর খারাপ নিয়মই হোক। তবে এই জুতার বারীর ব্যাপারটাকে চাইলেই কেউ ইতিবাচকভাবে নিতে পারে। এই ব্যাপারটা প্রমান করে যে বাংগালীর কাছে টাকার চাইতে মান-সম্মানের দাম বেশী।

তাই আমার মনে হয় এখন থেকে আর জরিমানা না করে জুতার বারী ধার্য করা উচিত। যেমন- $। ''ধূমপান করলে ৫০ জুতার বারী। '' $। ''এখানে কার পার্কিং নিষেধ,করলে ৫০০জুতার বারী।

$। ''দেয়ালে পোস্টার লাগালে ১০০জুতার বারী'' এভাবে টাকার পরিবর্তে জুতার বারী প্রচলন আজ থেকেই শুরু হোক। কী বলেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।