আমি ভাই কঠিন কিছুই বুঝিনা। সোজ বাংলায় বলুন, মন দিয়ে শুনবো....... কিছুদিন আগে ফেসবুকে একটা পিক দেখতে পেলাম, পিকচারটা ছিল মালিবাগ মোড়ের একটা জুতার দোকানের। ছবির ক্যাপশনে যা লেখা ছিল তাতে বুঝেছিলাম, জুতার দোকানদার দেখল যে তার দোকানের আশেপাশে জুতার কাস্টমারের চাইতে টাই ওয়ালা লোক একটু বেশি চলাফেরা করে। যা কয়েক জন টাই ছাড়া আসে তাও কিছুক্ষন পর দেখে তাদের গলায়ও টাই ঝুলছে। তখন সে ব্যাবসা বৃদ্ধির লক্ষ্যে তার দোকানের জুতার একটা তাক খালি করে সেখানে টাই তুলে দিল।
আর সেকি রমরমা ব্যাবসা!!!!!!!!!!!!!!!!!!
এখন সে চিন্তা করছে জুতার ব্যাবসা বাদ দিয়ে শুধু টাই এর ব্যাবসা করবে।
এখন সেই টাই ওয়ালাদের টাই নাকি মাটির নাগাল পাইছে। সে আর গলায় থাকতে চাইছে না। সে নেমে যেতে চাইছে ওসব গলাবাজদের গলা থেকে। তাহলে এখন কি হবে ওই জুতার দোকানদারের?????????? যে তার পদোন্নতি খুজে পেয়েছিল টাই দোকানদারিতে।
সে কি এখন পথে বসতে চলেছে???????????? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।