আমাদের কথা খুঁজে নিন

   

কি কারনে আমি বলধাগার্ডেনের আড্ডাতে যাই নাই... ( যারা গেছেন আড্ডাতে আর যারা যাননি সবার জন্য অবশ্যপাঠ্য)

বল বীর! চির উন্নত মম শির!

এর আগে ধানমন্ডির আড্ডাটায় যাই নাই... তাই ভাবছিলাম এইবার যামুই যামু, ঐদিকে আড্ডার আয়োজকরা আমারে ব্লগে এসে কার্ড দিয়ে গেছে, যাইতেই হবে। যথা নিয়মে তৈরি হইছিলাম যাওয়ার জন্য হটাৎ কইরা আমার বিখ্যাত চিন্তা আত্ম প্রকাশ করিল। বহূবিধ চিন্তার উদ্রেক হইল মনে। তাহারই কিছুটা জানাইতেছি আপনাদের... ১। প্রথমেই মনে হইলো বলধা গার্ডেন মানেতো বলদা(বোকা)দের গার্ডন ঐখানে যাইবতো বলদারা (বোকারা) , আমার মতো একজন চালাক চতুরের ঐখানে যাওয়াটা কি শোভন হইবে? ২।

ইহার পর ভাবিলাম ইদানিং ব্লগে নারী পুরুষ একটা কেওয়াজের গন্ধ পাওয়া যাইতেছে... ঐখানে যে ধাওয়া পাল্টা ধাওয়া হইবেনা কে বলিতে পারে ? যদিও নারীরা আজ পর্যন্ত আমার প্রতি শুধু মিস্টি হাসিই বর্ষন করিয়াছেন তথাপি ঐদিন তাবৎ পুরুষদের উপর কোন কারনে খেপে গেলে ধোলাই একটাও মাটিতে না পরার সমুহ সম্ভাবনা। ৩। ইহার পর আরও ভাবিলাম যে ইতোপুর্বে ধানমন্ডির আড্ডায় কেন যাই নাই তার কারন উল্লেখ করিয়া একটা সাহসী পোস্ট দিয়াছিলাম ...যাহার সত্যকথন কিছু উদ্যাক্তার ভাল লাগেনাই তাহারা আমাকে হুমকি দিয়াছিল.. উহারাতো এইখানে আসিবে। ইয়.. যদিও আমি কাউকে ভয় পাইনা তবুও কেউ ভয় পাক আমি সেটাও চাই না... ৪। ইহার পর ভাবিলাম আমার নিরপেক্ষতাও প্রশ্নের মুখে পড়িতে পারে... আগের উদ্যোক্তারা অভিযোগ করিতে পারে যে উহাদের আড্ডায় না আসিয়া আমি কেন এই আড্ডায় আসিলাম? এইরুপ বহুবিধ কারনে অনেক ইচ্ছা থাকা সত্বেও আমাকে ঐ আড্ডায় অনুপস্থিত থাকিত হইল।

যাহারা কস্ট পাইয়াছেন আমি তাহাদের প্রতি গভীর সমবেদনা জানাইতেছি। (একটা সফল আড্ডা হয়েছে বুঝতে পারলাম। যারা আয়োজন করেছিলেন তাদের ধন্যবাদ। আড্ডাটা সত্যিই মিস হয়েছে। ) আগের পোস্ট : ধানমন্ডির আড্ডায় কেন যাই নাই.... ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.