আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা, পিয়ার জন্য



জন্ম থেকেই দেখেছ কুসুমঝরা নদীতে জেগে ওঠা বিস্তীর্ণ চরে খেলা করে এসেছি, গায়ে কাদা মেখে কাদা ছূঁড়ে দিয়েছি। খুব কাছ্ থেকেই দেখেছ আমাকে, দেখেছ আমার ছেলেবেলাকে, আমার কৌশরকে আমার অতীতকে, দেখেছ একুশ বসন্তে অনিয়মিত ওঠানামা করা অসংখ্য আবেগ ইচ্ছাকে, এখন আমার যৌবন তোমার চোখের সামনে দাঁড়িয়ে- মানলাম নিয়তি তোমাকে আমার কাছ্ থেকে কিছুটা দূরে সরিয়ে নিয়েছে, দুজনের মাঝে “দূরত্ব”“ব্যবধান” ইত্যাদি শব্দ উচ্চারিত হয়েছে, তাই বলে আমি যে যৌবনের গান গাই আমি যে সুর প্রানেতে বাজাই তুমি কি দূর থেকে সে গান আর সুরের কথা শুনবেনা তুমি কি বুঝতে পারবেনা আসলে আমি কী বলতে চাই?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.