আমাদের কথা খুঁজে নিন

   

লন্ডনে আফগান যুদ্ধবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান। রবীন্দ্রনাথ
প্রায় পাঁচশর মতো আফগান যুদ্ধবিরোধী মানুষ লন্ডনের হাইড পার্কের স্পিকারস কর্নারে উপস্থিত হয় । সমবেত জনতার বেশির ভাগই আফগানিস্তানে যুদ্ধরত ব্রিটিশ সৈন্যদের বন্ধবান্ধব ও আত্বীয়স্বজন। তবে সাধারণ যুদ্ধবিরোধী মানুষও রয়েছেন।

সমাবেশে এমপি জর্জ গ্যালাওয়ে এবং তারিক আলী বক্তব্য রাখেন। তারপর তারা ট্রাফালগার স্কোয়ারের দিকে মার্চ করেন। সংগঠকরা বলছেন, ২০০১ সালে আফগান যুদ্ধের পর এটিই আফগান যুদ্ধবিরোধী প্রথম বিক্ষোভ সমাবেশ। বিক্ষোভ সমাবেশের নেতৃত্ব দিচ্ছেন জো গ্লেনটন। ইনি ব্রিটিশ সেনাবাহিনীর একজন ল্যান্স কর্পোরাল।

। জো গ্লেনটন আবার আফগানিস্থানে ফিরতে চাইছেন না বলে এখন কোট মার্শাল-এর মুখোমুখি। ল্যান্স কর্পোরাল জো গ্লেনটন। তথ্যসূত্র http://news.bbc.co.uk/2/hi/uk_news/8323163.stm
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।