আমাদের কথা খুঁজে নিন

   

গতকাল বিকেলের একটি উদ্দেশ্যমূলক প্রচারনা বিষয়কঃ



গতকাল ২২শে অক্টোবর দুপুর ৩টা । নীলক্ষেতে তেহারি খেয়ে আমি আর কলিগ কাটাবনের রাস্তা দিয়ে কাটাবন মোড় পার হয়ে হাতিরপুল আসলাম । কোন প্রকার অস্বাভাবিকতা চোখে পরেনি, স্বাভাবিক জ্যাম, রিক্সায় সুন্দরী, বাইকে ইয়োইয়ো পোলাপান, হাতিরপুলের রিক্সা’রিক্সায় টক্কর; কোন কিছুই অস্বাভাবিক দেখলামনা । অফিসে ফিরলাম । তখন ইকজ্যাক্ট ৩টা ২০।

ফ্রেশ হয়ে পিসি'তে বসতে বসতে সাড়ে তিনটা । সামু'তে ঢুকলাম । একটা পোস্ট আসল একটা পোস্ট আসল ... অবিশ্বাস করার কোন কারণই নাই। গত দশমাসে আওয়ামী লাইঠাল বাহিনি তথা ছাত্রলীগ, এমন কোন কুকাম নাই যা করে নাই। সেই তুলনাই এটা অনেক মামুলি।

সাম্প্রতিক ছাত্রলীগের এরকম কুকর্ম দেখতে দেখতে আমরা হয়রান। তার উপর নুর তাপসের উপর বোমা হামলার সুযোগে নিজেদের মাসল'পাওয়ার ঝালিয়ে নেয়ার সুযোগ'টাই বা কে ছাড়ে। তবে অবাক লাগলো, নিজেতো ঐ জায়গা দিয়েই এলাম, কিছু দেখলাম না ক্যানো? আবার নিজেকে বেশ ভাগ্যবানও মনে হল। যাক, গ্যাঞ্জাম শুরু হওয়ার আগেই ফিরতে পেরেছি। যাই হোক, একটু পরে একজন নিয়মিত ব্লগারেরও কমেন্ট পড়লো সেই পোস্টে।

আরো নিশ্চিত হওয়া গেলো। ভেজাল করলো অফিসের ড্রাইভার, ৪:১৫’র দিকে সে ফিরে আসলে জিজ্ঞাস করলাম কোন দিক দিয়ে আসলেন। বললো শাহবাগের দিক থেকে। "কোন গ্যাঞ্জাম, ভাঙ্গাভাঙ্গি ?" ... অবাক হয়ে বললো "নাহ এরকম কিছু দেখিনাই'তো"। আধাঘন্টা পর আরেকজন আসলে তাকে জিজ্ঞেস করলাম রাস্তা ঘাটে মারামারি ভাঙ্গাভাঙ্গি কিছু হচ্ছে কিনা ? সেও অবাক হলো, নাহ সে দেখেনি কিছুই।

অবশ্য সামু'তে শাহবাগের ভাঙ্গাভাঙ্গির খবর'য়ালা পোস্ট আসতেই থাকলো। কমেন্টও পরতে থাকলো একটার পর একটা। এবং আশ্চর্যজনক ভাবে সব গুলোর টাইটেলই একইরকম । ১. Click This Link ২. Click This Link ৩. একজন তো ... নিজের পোস্টই গায়েব করে দিয়েছেন। অবশ্য শেষ রক্ষা'টা হয়নি।

খেয়াল করার মত ব্যাপার এই সব নিক খুব বেশি একটা চোখে পড়েনা এবং একটা ছাড়া বাকি সব'কটা জন্ম নির্বাচন পরবর্তি সময়। তবে সেই নিয়মিত ব্লগার'কে দেখা গেলো প্রায় সবখানেই। অবশ্য ব্লগার মোজাম্মেল প্রধান পুরো বিষয়টি সন্ধ্যা ৬:৩২'এ পরিস্কার জানিয়ে দেন ঘটনাটা আসলে কি ঘটেছে। তার পোস্টে ব্লগার কাব্যের মন্তব্যে আর কোন সংশয়ই থাকেনা একটা নির্দিষ্ট' গ্রুপ উদ্দেশ্যমূলকভাবে এমন মিথ্যা প্রচারনা চালাচ্ছে। কারা এমন কুকর্মটি করছে জানতে খুব ইচ্ছে করছে ।

আওয়ামী আকাম-কুকামের সীমা-পরিসীমা নাই। তাদের প্রতি কুকামে প্রতিবাদী ব্লগার'রা ব্লগ লিখে, প্রতিবাদ জানায়। বেশির ভাগই হয় বস্তুনিষ্ঠ। এমন কি যেসব ব্লগার রাজনৈতিক মতাদর্শে এন্টি-আওয়ামী, তাদের দু'একটা পোস্টে অতিরঞ্জণ'দোষ থাকলেও কখনোই দেখিনি এরকম একটা আপদমস্তক ডাহা মিথ্যে প্রচারনা চালিয়ে যেতে। ... ... এরা কারা হতে পারে কারো কি কোন ধারনা আছে ? ... ... কি ঘটেছে যে এরকম করতে হবে? ... ... প্রসংগতঃ বলা উচিত, ব্লগ কর্তৃপক্ষের কি উচিত নয় এই প্রচারক'দের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা ?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।