আমাদের কথা খুঁজে নিন

   

আমি তোমার অনলে মুখোমুখি হবার বাসনা রাখি

আমি তোমায় বুঝেছি সমগ্র বুঝহীনতার ভেতর দিয়ে।

আমার বুকের ভেতর হিম জমা ছিলো, গোধূলি সন্ধ্যায় আকাশ বলেছিলো যা খুঁজে নিয়ে আয় সেই অমৃত। আমি তো লখিন্দর হতে পারি- যার জীবন মরণ অন্য কারো হাতে বাঁধা সে হয়তো ঈশ্বরের কাছে ভিখ মাগে। সেই জানে কেন এই নিঃসংশয় প্রতীক্ষার অনলে অহর্নিশ জ্বলে পুড়ে ছাই হই। আমি তার নাম দিয়েছি অমৃত গরল, জ্বলে পুড়ার আনন্দে আমি কাতর হতে চাই! আমার হিমে জমা রাখে সে ক্ষমাহীন সুখে যাতনা। সে হাত রাখে, গীত করে তার বাসনা জাগে- আমি জ্বলে পুড়ে ছাই হই। আবার অনলে মুখোমুখি হবার বাসনা রাখি..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.