ব্যস্ত শহর ঠাঁস বুনটের ভিরে আজো কিছু মানুষ স্বপ্ন খুজে ফিরে........
যে শিশুর জন্মের বিরুধিতা করা হয়েছিল,আঁতুর ঘরে মেরে ফেলার সকল চেষ্টা হয়েছিল সেই শিশুর বয়স আজ ৩৯,কিন্তু যে ডাইনি সর্বস্ব দিয়ে জন্মকে ঠেকাতে চেয়েছিল তার বয়স আজ ৩৫!!!
একটা কথা শুনেছিলাম অনেক আগে,মিথ্যা নাকি ১০০ বার উচ্চারিত হলে কিছুটা হলেও সত্যে পরিনত হয়। বাংলাদেশের ইতিহাস বিকৃতির বেলাতে এই কথার সত্যতা আমরা বহুবার দেখেছি। আমরা দেখেছি বিগত নির্বাচনের প্রাক্কালে মুজাহিদকে বলতে জামাত কোন যুদ্ধাপরাধ করেনি,এই দেশে কোন যুদ্ধাপরাধি নেই। এক জনতো আরো এক ধাপ এগিয়ে এটাও বলতে লজ্জা পায়নি যে এই দেশে নাকি মুক্তিযুদ্ধই হয় নি!!!
যাক মুল প্রসঙ্গে আসি। অনেকদিন আগে একটা লেখাতে জামাতের মুখপাত্র দৈনিক সংগ্রামের রঙ বদলের দালিলিক প্রমান দিয়েছিলাম।
একটি অনলাইন ফোরামে দৈনিক সংগ্রামের ৩৫ বছর পুর্তি শিরনামে্র একটি লেখা দেখে চোখ আটকায়!!সাথে থিম সং!!!যাক সাথে সাথেই ঢু দেই সংগ্রামের সাইটে ,সার্চ ইঞ্জিনের কল্যানে ৪ অক্টোবর ২০০৯ একটা ইস্যু পাই যাতেও ৩৫ বছর পুর্তির খবর। এবার নিশ্চিত হই আসলেই তারা ৩৫ বছরপুর্তী উদযাপন করেছে।
যে পত্রিকা ৭১ এ আমাদের বিরুধিতা করল সেটি কিভাবে ৩৫ বছরে পা দিল!!!অনেক খুজা খুজি করেও একটি তথ্যের ব্যাপারে ১০০ ভাগ নিশ্চিত হতে পারিনি যে ৭২ থেকে ৭৫ এই পত্রিকাটির প্রকাশনা বন্ধছিল কিনা। সেই সাথে প্রকৃত পক্ষে কোন সাল থেকে যাত্রা করে এই পত্রিকা।
এই অবস্থাতে যা যা হতে পারে নিম্নরূপে উল্লেখকরা যায়,
*যদি ১৯৭১ এ যে পত্রিকার অস্তিত্ব ছিল তার বয়স কম করে হলেও ৩৯ হবার কথা।
*যদি ৭২ সাল থেকে ৭৫ এর প্রকাশনা বন্ধ থাকে তথাপিও বয়স থেমে থাকার কথা না। আমরা একুশে টিভি কে দেখেছি,দীর্ঘ ৬ বছরের মত বন্ধ থাকলেও এর বয়স থেমে থাকেনি।
*অনলাইনে নতুন যে সাইট এরা ব্যবহার করছে,তাতে কেবল ২০০৯ এর ইস্যুগুলি আছে। মজার ব্যপার বর্ষ ৩৫ ও সংখ্যা ১৮৯ ঝুলতেছে সর্বশেষ ভিজিট করা সবগুলি ইস্যুতে!!!
ঢাকা, রবিবার ৩৫ বর্ষঃ ১৮৯তম সংখ্যা ৪ অক্টোবর ২০০৯ ১২শ্রাবন আষাঢ় ১৪১৬
ঢাকা, বৃহস্পতিবার ৩৫ বর্ষঃ ১৮৯তম সংখ্যা ২২ অক্টোবর ২০০৯ ১২শ্রাবন আষাঢ় ১৪১৬
ঢাকা, রবিবার ৩৫ বর্ষঃ ১৮৯তম সংখ্যা ১৮ অক্টোবর ২০০৯ ১২শ্রাবন আষাঢ় ১৪১৬
যে পত্রিকার বয়স বাংলাদেশের বয়সের কম,সেই পত্রিকা কিভাবে মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করে!এটা ধিরে ধিরে প্রতিষ্ঠিত করাই কি এর লক্ষ্য????আজ থেকে বহু বছর পর সংগ্রাম মুজাহিদের মতই কি আমাদের এই বানী শুনাতে প্রস্তুতি নিচ্ছে???
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।