আমাদের কথা খুঁজে নিন

   

কফিনে মোড়া চাঁদ

পরিচয়: মানুষ; ঠিকানা: পৃথিবী; ধর্ম: মনুষ্যত্ব

এইখানে ঘুমিয়েছে ক্লান্ত ইতিহাস- এখনো মাঝে মাঝে মধ্যরাতে কাম ও ঘামের গন্ধে শোনা যায় সেই সব নিরোত্তর সিংহের নিথর আর্তনাদ। পৃথিবীর দেয়াল থেকে মুছে যাওয়া কতো কতো ভুল পোস্টার হাতে উড়ে গ্যাছে ডানাকাটা সাইকেল; রাইফেল কাঁধে ডানপিটে একাত্তর ঘরে ফিরেছে বহুকাল আগে। জ্বলে-পুড়ে আজ মৃত, কতো কতো হাড়ের সংসার- ছেঁড়া বন্দরে লাগেনি তবু নোঙরের উত্তাপ। এইখানে... অতৃপ্তির পরিশিষ্ট লিরিখ, জোৎস্নার পাঁজরে লিখে রেখে, আকাশের সিলিং-এ ঝুলে আছে কফিনে মোড়া চাঁদ। অদূরেই জলের উঠোনে দাঁড়িয়ে, আরো একটি জোনাকজ্বলা অন্ধকার- এইসব মহিমান্বিত মৃত্যুকে ক্রমাগত পান করছি... ২২/১০/২০০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.