আমাদের কথা খুঁজে নিন

   

স্বাধীন দেশে বাঁচার অধিকার সবারই আছে................

বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ , এখানে মত প্রকাশের তথা স্বাধীন ভাবে বেচে থাকার অধিকার সবারই আছে । ব্লগার রাজিবের যেমন অধিকার আছে কক্সবাজারে নিহত মুদি দোকানদার, পথচারী এবং শিবির কর্মীরও তেমনি অধিকার আছে । বাংলাদেশের মিডিয়াগুলো নিরপেক্ষতার বুলি সদা আওড়ালেও তাদের কর্মে সদা প্রকাশ পায় ভিন্নরুপ । রাজিব হত্যা যেমন মেনে নেওয়া যায় না , পুলিশের গুলিতে কেউ মরুক তাও কল্পনা করা যায় না । অথচ মিডিয়াগুলো এই হত্যাগুলোকে সদা ভিন্নখাতে প্রকাশ করে ।

আমরা সাধারন নাগরিক , স্বাধীনভাবে এই দেশে বাচতে চাই । মিডিয়াগুলো নিরপেক্ষতা বজায় রাখুক , আমরা সত্যটাই জানতে চাই হোক সেটা ভাল আর মন্দ । মিডিয়া মুঘলরা একটু ভাবুক তাদের টাকায় আমরা চলি না আমাদের কষ্টের টাকা দিয়েই তারা আজ মুঘল । মুঘলরা একটু ভাবুন আপনাদের কাজ হোক সকলের জন্য, কারও পক্ষে যাবে কারও বিপক্ষে যাবে এটাই স্বাভাবিক আর যদি সকলকেই সন্তুষ্ট রাখতে চান তাহলে আপনি ভন্ড । যদি কোন পক্ষনিয়ে পথ চলেন তবে তো আপনি নিকৃষ্ট ।

বাংলাদেশের মত এই মানবতাহীন রাজনীতির কুড়ে ঘরেই শুধু আপনাদের রাজসিংহাসন , সাধারনের কাতারে আসুন আপনি কি জানতে পারবেন । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.