আমার প্রথম ব্লগ শুরু করলাম ডিজিটাল টাইম নিয়ে। ডিজিটাল টাইম আবার কবে এনালগ হবে?আর পারছি না?এই সময় নিয়ে আমার মত অনেকই তো ঝামেলায় আছে। আমি যত দূর জানি এই ডিজিটাল টাইম না পেরেছে বিদুৎ সেইভ করতে, না ট্রাফিক জ্যাম না আমাদের সময় বাঁচাতে। বরং এই ডিজিটাল সময়ের ফলে আগে যেখানে সকাল ৭ টায় যেতাম ইউনিভার্সিটিতে আর এখন যাই ৬ টায়। শীত কাল এসে যাচ্ছে । এখনও যদি সময় না পরিবর্তন করে তবে তো ঘন কুয়াশা আর অন্ধকারের মধ্যে দিয়ে ভার্সিটি যেতে হবে।
অনেকের সাথেই কথা বলে দেখলাম এই টাইমিং আর কারও ভাল লাগছে না। সেদিন টিভিতে দেখলাম সরকারের মন্ত্রীরা বলছে খুব শীঘ্রই এ সময় পরিবর্তন করার কোন ইচ্ছাই তাদের নাই!!! হায় রে কপাল সামনে কি যে অপেক্ষা করছে জানি না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।