আমাদের কথা খুঁজে নিন

   

মনের দুঃখে চুল ছিড়তেছি আর ব্যাথায় কাঁদতেছি



দুইমাস ধরে যোগার যন্ত্র আর দিন গোনা চলতে ছিল । ২১শে অক্টোবর কুয়াকাটা যাইতেছি । কুয়াকাটা সম্পকে ব্লগারদের যত অভিঙ্গতা/ মন্তব্য ছিল তাও বিচার বিশ্লেষন করা হইছে । সকল Risk analysis শেষে লঞ্চের টিকিটও কিনে ফেললাম গত শুক্রবার......... মাঝখানেও ছিল অনেক ঘটনা..... আমার CEO 'র প্রস্তাব: ১৮ তারিখে থাইল্যান্ড হয়ে ভিয়েতনাম যাওয়া (১৫-২০ দিনের ট্যুর ++)। একেবারে মুফতে.... কুয়াকাটার এই ট্যুর এর জন্য ১৫ দিন পিছাইতে চাইছিলাম....অনেক যুক্তি-তকের্ পর ঐটা অনিদ্রিষ্ট কাল পিছাইছে...... এরই মধ্যে বিনামেঘে বজ্রপাতের মত এই ট্যুর এর অন্যতম উদ্দোক্তা রাবেয়া আপা গতকাল যাত্রা বাতিল করছেন (অফিসের সমস্যা.. )। ওনার সাথে সাথে ওনার তিন চ্যালাও... শুধু যাত্রা বাতিলই না; রাবেয়া আপা হুমকি দিছেন-- আমরা বাকিরা যদি ওনাদের রেখে কুয়াকাটা যাই তবে আমাদের একঘরে করা হবে...... সমাজচ্যুত করা হবে.... বুঝেন ঠ্যালা.... আমার ক্ষতি গুলান দেখেন---- ১. লঞ্চের টিকিট (২@২৫০০) = ৫০০০/= ২. সদরঘাট যাতায়াত .. = ৩০০/= ৩. মোবাইল.....(কম করেও) = ৫০০/= ৪. থাইল্যান্ড না যেতে পেরে ক্ষতি = ??? ৫. ভিয়েতনাম না যেতে পেরে ক্ষতি = ??? ৬. মানসিক অশান্তি.....= ......??? ক্ষতির একটা মামলা করতে চাই....মাগার ক্ষতির হিসাব করে কুলাইয়া উঠতে পারতেছি না । মনের দুঃখে তাই চুল ছিড়তেছি ....আর ব্যাথায় কাঁদতেছি....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.