আমি কাউকে অন্যায় করতে দেখি তখন আমার খুব খারাপ লাগে আমি চেষ্টা করি অন্যায়ের প্রতিবাদ করার
চট্টগ্রাম, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী প্রবাল চৌধুরী মারা গেছেন শনিবার ভোররাতে চট্টগ্রামের একটি হাসপাতালে তার মৃত্যু হয় শিল্পীর বয়স হয়েছিল ৬৩ বছর
প্রবাল চৌধুরীর ছেলে মানস চৌধুরী রঞ্জন সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ৩টার দিকে বাবার মৃত্যু হয়েছে"
মস্তিষ্কের রক্তক্ষরণজনিত সমস্যায় আক্রান্ত হওয়ার পর গত বুধবার প্রবাল চৌধুরীকে নগরীর মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই তার মৃত্যু হয়
মানস জানান, সর্ব সাধারণের শ্রদ্ধা জানানোর জন্য শিল্পীর মরদেহ দুপুরে চট্টগ্রাম শহীদ মিনারে রাখা হবে এরপর অভয়মিত্র মহাশ্মানে তাকে দাহ করা হবে
প্রবাল চৌধুরীর জন্ম ১৯৪৭ সালে, চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুরী গ্রামে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন
একাত্তরের মুক্তিযুদ্ধের সময় গঠিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এ শিল্পী বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠান ও বিভিন্ন চলচ্চিত্রে গান গেয়েছেন তিনি চট্টগ্রামসহ সারা দেশে আধুনিক গানের একজন গুণী শিল্পী হিসেবে পরিচিত ছিলেন কণ্ঠ দেওয়ার পাশাপাশি সঙ্গীত পরিচালনাও করতেন তিনি
'সোনা বউ' চলচ্চিত্রের 'আমি ধন্য হয়েছি ওগো ধন্য, তোমারি প্রেমেরই জন্য...' প্রবালের গাওয়া এ গানটি এখনও অনেকের মুখে মুখে ফেরে
বুধবার রাতে বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রে একটি অনুষ্ঠানে গানের রেকর্ডিং করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।