আমি নতুন কিছু লিখবো পারিবারিক আবহের মধ্যেই ছিল তাঁর গান, তাই নতুন করে কিছু ভাবতে হয়নি। গান মিশে ছিল তাঁর পুরো ভাবনাজুড়েই। বরিশালের গৌরনদী পৌর সদরের দক্ষিণ বিজয়পুর মহলস্নায় কাজী শুভর শিকড়। ওই মহল্লার কাজী শাহ আলমের পুত্র কাজী শুভ। শত ব্যস্ততার মাঝে সময় পেলেই নাড়ির টানে ছুটে আসেন নিজ গ্রামে। অনুভব করতে চান মাটিকে, সেই সুর তুলে আনতে চান গানে। আর তাই শ্রোতাদের মুখে মুখে শোনা যায়-সোনা বউ শুনছোনি গো...। অথবা 'তুমি বিনে আকুল পরান-থাকতে চায় না ঘরেতে... সোনা বন্ধু ভুইলোনা আমারে....।'
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।