অন্যায়ভাবে সংঘটিত সকল বিচার বহির্ভূত হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানাই ।।
এএফপি
ইরানের এক কট্টরপন্থি ধর্মীয় নেতা হুশিয়ারি উচ্চারণ করেছেন,মহিলাদের প্রাদেশিক গভর্নর করা হলে আল্লাহ নাখোশ হবেন। গত সপ্তাহে সে দেশের এক মন্ত্রী নারী গভর্নর নিয়োগের সম্ভাবনার কথা বলায় বৃহস্পতিবার তার প্রতিবাদ জানাতে গিয়ে এ কথা বলেন ওই ধর্মীয় নেতা।
গ্র্যান্ড আয়াতুল্লাহ লুতফুল্লাহ সাফি গোলপাইঘানি নিজস্ব ওয়েবসাইটে বলেছেন, কিছু লোক ধর্মীয় নেতাদের মতামতকে তুচ্ছ করে ইসলামী বিপ্লবের নীতি ও মূল্যবোধের পরিবর্তন ঘটাতে চাইলে তারা আল্লাহ ও জনগণের ক্রোধের শিকার হবে। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা মোহাম্মদ নজর গত সপ্তাহে পবিত্র নগরী কোমে সে দেশের বিভিন্ন প্রদেশে নারী গভর্নর নিয়োগের সম্ভাবনার যে কথা বলেছেন, সে সম্পর্কে কট্টরপন্থি ধর্মীয় নেতা বলেন, মেয়েদের এ ধরনের শীর্ষস্থানে বসানো শরিয়া আইনের পরিপন্থী। গোলপাইঘানি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে বলেন, 'তারা শিয়া ইসলামের প্রাণকেন্দ্র কোম নগরীতে এসে কিছু প্রদেশের গভর্নর পদে মেয়েদের নিয়োগ দেওয়ার কথা বলছেন। এ ধরনের শরিয়াবিরোধী কথা বলে তারা কি কোরআন ও পয়গম্বরের বিরুদ্ধে যুদ্ধ করতে চান?
সূত্র: সমকাল-১৬.১০.০৯
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।