আমাদের কথা খুঁজে নিন

   

মনের ভেতরের কিছু কথা....

আহমেদ রাজীব হায়দার নাকি নাস্তিক।কিভাবে?দেশপ্রেম..অন্যায়ের বিরুদ্ধে রূখে দাড়ানো..এগুলোই কি?নাকি তার বিভিন্ন লেখায় ঈশ্বরকে নিয়ে লেখা কিছু লাইনের জন্য?....তাহলেতো বেশিরভাগ লেখকই নাস্তিক।সত্যিই যদি উনি নাস্তিক হতেন তাহলে তার জানাজায় এতো মানুষের ভীড় হতো কি?এতোগুলো লোকের দোয়া যার কপালে থাকে তাকে কিভাবে নাস্তিক বলা যায় জানি না..তার উপর যে ঈশ্বরের সদয়ভাব প্রকাশিত অন্তত মৃত্যুকালে তা বোঝা যায়...কে বা কারা বা কেন খুন করেছে এখনো প্রমাণিত না...কিন্তু যারাই এই ঘৃণীত কাজ করেছে আসলে তারাই নাস্তিক। আহমেদ রাজীব হায়দার যদি নাস্তিক হন তাহলে এরকম নস্তিকের খুবই প্রয়োজন এইদেশে।যদি এই আন্দোলনের কারণেই তাকে হত্যা করা হয় তাহলে আমার চোখে তিনি একজন শহীদ।তার আত্মার শান্তি কামনা করি।ঈশ্বর যেন তার পরিবারকে এই দুঃসহ কষ্ট সইবার ক্ষমতা দেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.