যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
'তথ্য-প্রযুক্তিগত সেবা ও বাংলা ভাষার পরিশীলিত চর্চার একটি উন্মুক্ত অঙ্গন' এমন কথাই লেখা আছে অনুশীলন নামের বৈদ্যুতিন (!) পাতাটিতে। যোগাযোগের জন্য যে ইমেইলটি দেয়া আছে সেটাতে একটা নাম দেখা যায় 'কামরুল হায়দার'। ধারণা করছি তিনিই এটির প্রস্তুতকারক। বৈদ্যুতিন শব্দটিও তার কাছ থেকে ধার করা। ইমেইলকে তিনি নাম দিয়েছেন বৈদ্যুতিন বার্তা।
আমার ভীষণ পছন্দ হয়েছে। ওয়েবসাইটের নাম সে সূত্রে বৈদ্যুতিন পাতা বলে চালিয়ে দেবো ভাবছি। পাতাটি সর্বগণ্যসংকেতে (ইউনিকোডের বাংলা কি এর চেয়ে ভালো কিছু আছে?) তৈরী করা। বানান রীতির ক্রমবিবর্তন ও বানান বিধি রয়েছে পাতাটিতে।
এমন একটা বৈদ্যুতিন পাতাই খুঁজছিলাম।
কামরুল হায়দারকে ধন্যবাদ জানাই বানান চর্চায় এত চমৎকার একটি উন্মুক্ত অঙ্গন তৈরী করার জন্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।