আমাদের কথা খুঁজে নিন

   

জাহাজ ভাংগা শিল্প........... সবুজের বুক ছিড়ে লোহালক্কড় আর ইটপাথরের জন্জাল!!!



সীতাকুন্ড সমুদ্র উপকুলের সবুজ বেষ্টনীর ছিটেফোটা ও অবশিষ্ট নেই , দুচোখ যেদিকে যায় কেবলি অপেক্ষমান জাহাজের সারি, লোহা লক্করের স্তুপ, নতুন নতুন শিপ ইয়ার্ড বানানোর জন্যে ইট পাথর, সিমেন্টের গড়াগড়ি, মাঝে মাঝে দু্র্ঘটনায় আহত শ্রমিকের আর্তচিৎকার......... আর মালিকদের দামী গাড়ীর আনাগোনা। সম্ভব হলে একবার চলে আসুন, নিজ চোখে দেখে যান নিজ পায়ে বাংগালির কুড়াল মারা আর শিল্পের উন্নয়ন!!!!! বিত্তবানদের লোভ লালসার কাছে পরাজিত আমরা.... সাধারন মানুষেরা। অনেক লিখালিখি হয়েছে, কিন্তু ওদের থাবা থেকে কেউ উপকুলকে বাচাতে পারেনি। মন্ত্রী, এমপি, আমলা সবাই এখান থেকে ভাগ পায়, অতএব........ হয়তো আবারো সুনামি বা বড় কোন ঝড়ের আঘাতে ভেসে যাবে সাধারন মানুষ, অতপর বিত্তবান মালিকদের ত্রান বিতরন, নেতানেত্রীদের পোয়াবারো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.