আমাদের কথা খুঁজে নিন

   

বিরক্তিকর কোবতে - The distance

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!

এই কোবতের একটা শানে নযূল কই: দুই তিনদিন আগে রাইতের বেলা যখন মনে বিশাল ভাবের উদ্ভব হইলো তখন হঠাৎ কইরা আমার রুম মেট আমার জামা কাপড়ের উপর হামলায় পড়লো: : ঐ মিয়া, কি হইছে? : মুরুব্বী, আপনের নামাজ শিক্ষা কই? : কেন, হঠাৎ নামাজ শিক্ষা নিয়া টানাটানি কেন? : ফরজ গোসল কেমনে করে, এইটা একটু পড়ুম! : (আমি তখন আমার বালিশের ভিতর থিকা বাইর কইরা) দিনে দুপুরে ফরজ গোসল কেন? কোনো জবাব না দিয়া সমানে পাতা উল্টাইয়া মিনিট ১০ পর কইলো," কি নামাজ শিক্ষা আনছেন, এইডা দেখি লেডিজ নামাজ শিক্ষা!" : কি কন উল্টা পাল্টা! ইউরোপের মতো বাংলাদেশে কবে থিকা লেডিস জেন্টস চালু হইলো? জানেন এইটা কই থিকা কিনছি, বায়তুল মোকাররমের পাশের দুকান থিকা! : (সে বই খান আগায় দিয়া গম্ভীর গলায় কইলো) এই দেখেন অর্ধেক খান লেখা মাইয়াগো লিগা মসলা, পুলাগো সম্বন্ধে কুনো আইডিয়াই নাই। আপনি কি শিওর এইডা আপনি কিনছেন? এইখানে আমি কনফিউজ হইয়া গেলাম। কারন সেই দিন বয়াপক কেনাকাটার সময় নিউমার্কেটে জিজির সামনে পইড়া যাই। জিনি হইলো জাহাঙ্গীর ন গরের যেই গ্রুপটার লগে মিশতাম সেই খানকার একখান মাইয়া! আমি দেশান্তরী হইটাছি শুইনা এমুন কাউ কাউ শুরু করলো যে দুস্ত শুভ্র আর মামতো শুভ্র ঐখান থিকাই রাস্তা মাপলো। ওরে দেইখা মাথায় কিছু না আইসা কইলাম," নামাজ শিক্ষা কিনন বাকি!" তখন ও আমারে নিয়া বায়তুল মোকাররম থিকা ১০ টাকার নামাজ শিক্ষা ৪০ টাকা দিয়া কিনাইলো। টাকা ও দিবার চাইছিলো মাগার হুজুরের পয়লা কাস্টমার হিসাবে যখন ১০০০ টাকার নোট ধরায় দিলো, তখন হুজুরের মুখ আর আমার মেজাজ খিচায় গেলো। কি আর ৪০ টাকা দিয়া নামাজ শিক্ষা কিন্যা আইনা অখন দেখি লেডিজ নামাজ শিক্ষা। মুসিবতে শেষ নাই জীবনে! যাই হোউক, মনের ব্যাফক ভাব নিয়া লেখা একখান কোবতে পড়েন, এই কোবতে এইখানকার এক ওয়েবসাইটে ছাপাইছে, কেন ছাপাইলো আল্লাহ মালুম, যদিও অখনও লিংকু পাই নাই! The distance from the point Where we stopped and walked away And the rest of my life I am just watching the distance growing Sometimes it hurts like a woundless pain Pityful is nothing But just to shed tears nomore I still stand waiting for the same Wish I could vanish it all and all the blame The distance from my existence From my eyesight From my heart beat From my feelings Perhaps you are now the happy one Leaving me behind What I am not supposed to be. I try to catch you in the wind Sometimes in my dream Or sometimes in reality Cloud drizzles on my palm Or the sun shines on my face Or the snow covers my loneliness You are still the same like mountains of thousand years Sometimes I thought I born for your smile Sometimes I thought I born for your stare All the things you have gift in those days Perhaps my memory is not able to erase Days after months Months after years Counting end of my presence But I still watching you in my distance! ***ভালা কথা কোবতে খান আমি নিজে মনে মনে বানাইছি আর নিজে টাইপ করছি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।