জানি না কেন লিখি! তবু লিখি মনের খেয়ালে, পরিবর্তন করার মানসে, পরিবর্তিত হওয়ার মানসে। যদিও জানি সব ব্যর্থ হচ্ছে। তবুও আমি আছি সেদিনের সেই আলোকময় প্রত্যুষার আগমনের অপেক্ষায় কারণ, আমি কোথাও মন্তব্য করলাম, তার কেউ জবাব দিলো তার আমি কোন নোটিফিকেশন পাচ্ছি না। আবার আমার লেখায় কেউ মন্তব্য করলে তারও নোটিফিকেশন পাচ্ছি না। শুধূমাত্র ঐ ব্লগে আবার ভিজিট করলেই দেখতে পাচ্ছি।
নোটিফিকেশন পাওয়ার কোন ব্যবস্থা আছে কি না জানতে চেয়ে মডু প্যানেলে বার্তা পাঠিয়েছিলাম। কিন্তু কোন জবাব পাই নি। বা জবাব দিয়ে থাকলেও কোথায় জমা হয় তাও জানি না। নোটিস বোর্ডেও পা্চ্ছি না। এই রকম কোন ব্যবস্থা আছে কি না দক্ষ ভাইয়েরা কষ্ট করে জানালে খুশি হবো।
আপনাদের হ্যাপি ব্লগিং আর আমার বিরক্তিকর! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।